অটোরিকশায় ওড়না পেঁচিয়ে কলেজছত্রীর মৃত্যু
অটোরিকশায় ওড়না পেঁচিয়ে কলেজছত্রীর মৃত্যু বাগেরহাট সদরে ব্যাটারিচালিত অটোরিকশার মোটরে ওড়না পেঁচিয়ে ফাঁস লেগে এক কলেজছত্রীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার দুপুরে কররী দাসপাড়া এলাকায় এই দুর্ঘটনায় মৃত ঝতু আক্তার খুলনা মহানগরীর আহসানউল্লাহ কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্রী।
ঝতু বাগেরহাট সদরের রাখালগাছি ইউনিয়নের সুগন্ধি গ্রামের নিপুণ ফকিরের মেয়ে।
রাখালগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু শামীম আচনু জানান, সিএন্ডবি বাজার ভায়া পোলেরহাট সড়কের কররী দাসপাড়া এলাকায় অটোরিকশার মোটরের সঙ্গে রিতু আক্তার ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লাগে।
এতে রিতু অচেতন হয়ে পড়লে ওই যানবাহনের অন্য যাত্রীরা তাকে নিয়ে সিএন্ডবি বাজারে চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করা হয়।
রিতু কলেজ থেকে ইজিবাইকে বাড়ি ফিরছিলেন। স্বজনদের আবেদনে ময়নাতদন্ত ছাড়া বিকালে তার দাফন সম্পন্ন হয়েছে।
স: ইএইচ