ফলাফল জালিয়াতি: চবির সাবেক পরীক্ষা নিয়ন্ত্রকসহ ৩ কর্মকর্তার কারাদণ্ড

Ctg
ফলাফল জালিয়াতির অভিযোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক পরীক্ষা নিয়ন্ত্রক জিএম লতিফ খানসহ সাবেক তিন কর্মকর্তাকে তিন বছর করে ছয় বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

একই সঙ্গে তাদের প্রত্যেক মামলায় তিন হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরও ছয় মাস করে কারাদণ্ড দেয়া হয়েছে।
অপর দুই কর্মকর্তা হলেন সাবেক উপ-পরীক্ষা নিয়ন্ত্রক হাবিবুর রহমান ও সেকশন অফিসার নাসির উদ্দিন। তিন কর্মকর্তাই বর্তমানে কারাগারে আছেন।

তাদের বিরুদ্ধে দায়ের করা পৃথক দুটি মামলায় মঙ্গলবার বিভাগীয় বিশেষ জজ এসএম আতাউর রহমানের আদালত এ রায় দেন।

Post MIddle

১৯৮৩ সালে ফলাফল জালিয়াতি করে ৫ জন শিক্ষার্থী এবং ১৯৯৩ সালে ৪৮ জন শিক্ষার্থীকে নম্বর ফর্দ ও সনদ সরবরাহ ও পাস করিয়ে দেয়ার অভিযোগে তাদের বিরুদ্ধে ১৯৯৭ সালের ৩০ নভেম্বর হাটহাজারী থানায় মামলা দুটি দায়ের করেন দুদকের তৎকালীন উপ-পরিচালক নুরুল হুদা আজাদ।

১৯৮৩ সালের ঘটনায় ৮ জন এবং ১৯৯৩ সালের ঘটনায় ১৩ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় প্রদান করেন।

স: ইএইচ

পছন্দের আরো পোস্ট