সাবেক ব্রিটিশ রাষ্ট্রদুত আনোয়ার চৌধুরীকে ভেনিস বাংলা স্কুলের সংবর্ধনা
বাংলাদেশে নিযুক্ত সা রাষ্ট্রদুতের সম্মানে ভিয়া সেরনালিয়া মেসত্রে কমুনের হলে এই সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় । সংবর্ধনার জবাবে সাবেক রাষ্ট্রদুত আনোয়ার চৌধুরী দেশের কল্যানে নিজেকে আত্মনিয়োগ করার আশাবাদ ব্যক্ত করেন এবং সামাজিক উন্নয়নমুলক কর্মকান্ডে প্রবাসী বাংলাদেশীদের একযোগে কাজ করার জন্য আহবান জানান । ভেনিস বাংলা স্কুলের সভাপতি সৈয়দ কামরুল সরোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠান সন্চালনায় ছিলেন মোঃ পলস্ আশিক । আরও বক্তব্য রাখেন ভেনিস বাংলা স্কুলের উপদেষ্টা মিজানুর রহমান, আকতার হোসেন, মিয়া হান্নান প্রমুখ । গান পরিবেশন করে প্রিয়া, দেখা, চমক, পুলক সহ ভেনিস বাংলা স্কুলের ছাত্র-ছাত্রীবৃন্দ।অনুষ্ঠানে ভেনিসে বসবাসরত সকল সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।