বরিশাল পলিটেকনিকে নকল সরবরাহের অভিযোগে আটক ৬

বরিশাল সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে রোববার সেমিস্টার পরীক্ষায় নকল সরবরাহের অভিযোগে ছয় জনকে আটক করেছেন ম্যাজিস্ট্রেট।
আটকের পর তাদের কোতোয়ালি মডেল থানায় সোপর্দ করা হয়।
কলেজ সূত্র জানায়, প্রথম, তৃতীয় ও পঞ্চম পর্বের পরীক্ষা চলাকালীন ইলেকট্রনিক্স শেষ বর্ষের ছাত্র জসিমউদ্দীন, জুবায়ের হোসেন, মমিন, আসিফ ইমতিয়াজ খান, রুবেল খান ও আনসার উদ্দীন রেজা কলেজের কমন রুমের দ্বিতীয় তলায় প্রবেশ করে।
এ সময় শিক্ষকরা বাধা দিলে তাদের সঙ্গে বাকবিতণ্ডা হয়। শিক্ষকদের বাধা উপেক্ষা করে কক্ষে নকল সরবরাহ করতে গেলে সেখানে উপস্থিত নির্বাহী ম্যাজিস্ট্রেট তাদের আটক করেন।
স: ইএইচ