শাবির দুই ছাত্র হলে নতুন প্রভোস্ট নিয়োগ
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আবাসিক দুটি ছাত্র হলের নতুন প্রভোস্ট নিয়োগ দেয়া হয়েছে।
দ্বিতীয় ছাত্র হলে সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক আব্দুল গণি এবং সৈয়দ মুজতবা আলী ছাত্র হলে একই বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ ফারুক উদ্দিনকে প্রভোস্ট হিসেবে নিয়োগ দেয়া হয়েছে ।বুধবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ইশফাকুল হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে ।
অধ্যাপক আব্দুল গণি আগে পরিবহণ প্রশাসকের দায়িত্ব পালন করেছেন এবং সহযোগী অধ্যাপক মোঃ ফারুক উদ্দিন শাবিপ্রবি শিক্ষক সমিতির সাধারন সম্পাদক।
গত ২১ জুন সৈয়দ মুজতবা আলী ছাত্র হলের সাবেক প্রভোস্ট অধ্যাপক নিয়াজ আহমেদের মেয়াদ শেষ হয় এবং দ্বিতীয় ছাত্র হলের সাবেক প্রভোস্ট অধ্যাপক মিজানুর রহমান খান বর্তমানে শিক্ষা ছুটিতে রয়েছেন।
সৈয়দ মুজতবা আলী হল স্বাভাবিকভাবে চলছেনা দাবি করে সদ্য নিয়োগ প্রাপ্ত প্রভোস্ট মোঃ ফারুক উদ্দিন জানান, হলের বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে আবাসিক শিক্ষার্থীরা যাতে বঞ্চিত না হয় সেজন্য কার্যকরী পদক্ষেপ নেয়া হবে।
সঃ সুউ ফয়সাল