পবিপ্রবির সৃজনীবিদ্যানিকেতনের এসএসসিতে জিপিএ ৫ প্রাপ্তদের স্বর্ণপদক প্রদান
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) অধিভুক্ত সৃজনীবিদ্যানিকেতনের মাধ্যমিক পর্যায়ে ২০১৪ সনের এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও স্বর্ণপদক প্রদান এবং একাদশ শ্রেনীতে ২০১৪-১৫ শিক্ষাবর্ষে ভর্তিকৃত ছাত্রছাত্রীদের নবীনবরন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো. শামসুদ্দীন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিদ্যানিকেতনের অন্যমত প্রতিষ্ঠাতা ডা. এনছান উল আলম, দুর্যোগ ব্যবস্থাপনা অনুষদের ডিন অ্ধ্যাপক আ ক ম মোস্তফা জামান, বিএএম অনুষদের ডিন অ্ধ্যাপক বদিউজ্জামান, সহযোগী অধ্যাপক ড. লোকমান হোসেন।

বক্তৃতা করেন সহকারী প্রধান শিক্ষক মো. আব্দুল কুদ্দুস, ছাত্রী আয়েশা সিদ্দিকা মীম, জাকারিয়া, স্বর্না ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে অধ্যক্ষ তপন কুমার দাস সভাপতিত্ব করেন। অনুষ্ঠানের শুরুতে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে সংবর্ধিত করা হয়।
২০১৪ সালের এসএসসিতে অংশ নেয়া ৪৭জনের মধ্যে জিপিএ ৫ প্রাপ্ত ৩৬জন কৃতি শিক্ষার্থীদের স্বর্ণপদক ও সংবর্ধনা প্রদান করা হয়েছে।
স: ইএইচ