এভিয়েশন টেকনোলজিতে ডিপ্লোমা কোর্স

বর্তমানে এসএসসির পর এভিয়েশন টেকনোলজিতে ক্যারিয়ার গড়ার সুযোগ আছে।

গোটা বিশ্বে এখন এ বিষয়ের বেশ চাহিদা রয়েছে। আর বিষয়টি মাথায় রেখেই বর্তমানে এ দেশে এভিয়েশন বিষয়ে মানসম্মত শিক্ষার জন্য যাত্রা শুরু হয়েছে কলেজ অব এভিয়েশন টেকনোলজি। Sivil

এসএসসি বা ‘ও’ লেভেল পাসের পর মাত্র চার বছরে আন্তর্জাতিকভাবে স্বীকৃত অনার্স ডিগ্রি অর্জন করার সুযোগ আছে।

এসএসসি বা ‘ও’ লেভেল পাসের পর করতে হবে ১৮ মাসের লেভেল থ্রি অর্থাৎ এনডি; এরপর আরো আঠারো মাসের লেভেল ফাইভ অর্থাৎ এইচএনডি; এরপর ফাইনাল ইয়ার।

এসএসসি বা ‘ও’ লেভেল পাসের পর যে কোনো বিভাগ থেকে পাস করা শিক্ষার্থীরা এখানে বিজনেস, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, এভিয়েশন অপারেশন এবং অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে মাত্র চার বছরে অনার্স শেষ করা সম্ভব।

যোগাযোগ: সেক্টর-১১, রোড-০২, বাড়ি-১৪, উত্তরা, ক্যাম্পাস-২: সেক্টর-২৯, রোড-১৬, বাড়ি-১৪, উত্তরা।

ফোন: ৮৯৯১৩৭১, ০১৯২৬৯৬৩৬৫৫।

স: ইএইচ

পছন্দের আরো পোস্ট