বাজেট বৃদ্ধির দাবিতে জবিতে বিক্ষোভ মিছিল

জবিপর্যাপ্ত সরকারি বাজেটের দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়  শাখা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।

দুপুর ১২ টার সময় এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি ৭১ এর গণহত্যা ও মুক্তিযুদ্ধের প্রস্তুতি ভাস্কর্য চত্বর থেকে শুরু হয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিন শেষে ভাস্কর্য চত্বরে এক সমাবেশের মধ্যে দিয়ে শেষ হয়।

 

Post MIddle

সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে হলের দাবিতে আন্দোলন হলেও প্রশাসনের রহস্যজনক ভূমিকায় নতুন কোন হল নির্মাণ হচ্ছে না। ছাত্রদের বিশ্ববিদ্যালয়ে আসার একমাত্র মাধ্যম বাস, কিন্তু পর্যাপ্ত পরিমান বাসও নাই। কেন্দ্রীয় লাইব্রেরী ও সেমিনারেও রয়েছে বই সংকট। ক্যান্টিনের খাবারও নিম্নমানের। এ সকল সমস্যা থাকার পরও প্রতিবছর বৃদ্ধি করা হচ্ছে বেতন-ফি।

 

বক্তারা বিভিন্ন সংকটে জর্জরিত এ বিশ্ববিদ্যালয়ে সরকারি বাজেট বৃদ্ধির মাধ্যমে সকল সমস্যা সমাধানের আহ্বান জানান।

 

সঃ সুউ ফয়সাল

 

 

পছন্দের আরো পোস্ট