ইবিতে মধ্যরাতে দুই চোর আটক
ইসলামী বিশ্ববিদ্যালয়ে মধ্যরাতে চুরি করার সময় দু’জনকে হাতেনাতে আটক করেছে আনসার সদস্যরা । আটক চোরদেরকে বুধবার বেলা ১১টার দিকে আদালতে চালান করে দেয়া হয়েছে বলে জানা গেছে।
পুলিশ ও আনসার সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদ ভবনের দক্ষিণ পার্শ্বে অবস্থিত ক্যান্টিনের টিনের দেয়াল কেটে ভেতরে চোর ঢুকেছে বলে আনসার সদস্যরা জানতে পারে। এসময় আনসার সদস্যরা ওই ক্যান্টিন ঘিরে ফেলে এবং শান্তিডাঙা গ্রামের বাদশা (৪২) ও চরপাড়া শেখপাড়া গ্রামের রমজান খাঁ (২২) নামের দু‘চোরকে হাতেনাতে আটক করে।
পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ক্যান্টিনের দুটি ফ্যান, ফ্রিজ ও মূল্যবান জিনিসপত্র এবং বেশ কিছু চুরির মাল সহ আটক দু’জনকে থানায় নিয়ে যায়।
ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, আটক দুই চোরকে আদালতে সোপর্দ করা হয়েছে।
সঃ সুউ ফয়সাল