ঢামেকে চুরির অভিযোগে ৪ নারী আটক
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) থেকে চুরির অভিযোগে চার নারীকে আটক করা হয়েছে।
তারা হলেন- রিজিয়া, আসমা, নাসিমা ও ফজিলা।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় তাদেরকে আটক করে ডিএমসি পুলিশ ক্যাম্পে আনা হয়।

এ সময় তাদের কাছ থেকে নগদ ১৪ হাজার টাকা ছাড়াও চারটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ ইন্সপেক্টর মোজাম্মেল হোসেন জানান, সকাল সাড়ে ৯টায় মেডিকেলের ৮০১ নম্বর ওয়ার্ড থেকে চুরির অভিযোগে তাদের আটক করা হয়।
আনসার কমান্ডার আব্দুল খালেক পুলিশ ক্যাম্পে তাদেরকে হস্তান্তর করলে পরবর্তীতে তাদেরকে শাহবাগ থানা পুলিশে সোপার্দ করা হয়।
স: ইএইচ