চবির বর্ষাকালীন ছুটিতেও চলবে ডেমু ট্রেন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) পবিত্র মাহে রমজান, শবে কদর, ঈদুল ফিতর উপলক্ষে সব ক্লাস বন্ধ থাকা অবস্থায় ১লা জুলাই থেকে ৩১ শে জুলাই পর্যন্ত চবি রুটে ডেমু ট্রেন চলাচল করবে।
শিক্ষার্থীদের ক্যাম্পাস থেকে শহরে যাতায়াতের সুবিধার্থে বাসের পরিবর্তে নতুন সময়সূচিতে ডেমু ট্রেন চলাচল করবে।
ষোলশহর থেকে সকাল ৮.৫০ মিনিটে, দুপুর দেড়টায় এবং সন্ধ্যা সাড়ে ৭টায় ক্যাম্পাসের উদ্দেশে ছাড়বে।
ক্যাম্পাস থেকে সাড়ে ১০ টায়, বিকাল ৩টায় এবং রাত ৯টায় নগরীর উদ্দেশে ছেড়ে যাবে।
এ বিষয়টি মোবাইল ফোনে নিশ্চিত করেন চবি পরিবহন দফতরের উপ-পরিচালক (চুক্তিভিত্তিক) মোহাম্মদ রবিউল আলম।
তিনি বলেন, শাটল ট্রেন চলাচল এক মাসের জন্য বন্ধ থাকায় সবার যাতায়াতের সুবিধার্থে বাসের পরিবর্তে ডেমু ট্রেন চলাচল করবে।
ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষের আশঙ্কায়, বৈরি আবহাওয়া, বর্ষাকালীন ছুটি, মাহে রমজান, শবে কদর, ঈদুল ফিতর উপলক্ষে ২৪ জুন থেকে ৭ আগস্ট পযর্ন্ত ক্লাস বন্ধ ঘোষনা করে চবি কর্তৃপক্ষ।
স: ইএইচ