ইউল্যাবে ‘ভারটেবরেট নিউরনাল নেটওয়ার্ক বিকাশ’ শীর্ষক সেমিনার
ইউল্যাব এর কম্পিউটার সাইন্স ও ইঞ্জিনিয়ারিং ডির্পাটমেন্ট গত ২৬ জুন “ভারটেবরেট নিউরনাল নেটওয়ার্ক বিকাশ” এর উপর একটি সেমিনার আয়োজন করে ।
সেমিনারে বক্তা ছিলেন বিশ্ববিদ্যালয়ের সি. এস ই ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ড. আবুল কালাম আল আজাদ। ড. আজাদ সেমিনারে জেনোপাস টেডপোল এর একটি স্টোকেসটিক মডেল আলোচনা করেন যেখানে সহজ গনণীয় বিধি ব্যবহার করা হয়। তিনি আরোও দেখিয়েছেন যে কিভাবে সহজ কিছু বিধির মাধ্যমে টেডপোল সাঁতার শিখে।
উক্ত সেমিনারে ড. সাজ্জাদ হোসেন, বিভাগীয় প্রধান, সিএসই, ড. সিফাত মোমেন, কোর্স কোর্য়াডিনেটর, মাহমুদুল ফয়সাল আমীন, এডভাইসর, সিপিসি সহ বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
সঃ সুউ ফয়সাল