’২০২১ সালে আইসিটিতে কর্মসংস্থান হবে ২০ লাখ’

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, দেশের মোট জনগোষ্ঠীর ৭০ ভাগ অর্থাৎ ১১ কোটি বেকার যুবককে প্রযুক্তি শিক্ষায় শিক্ষিত করে জনশক্তিতে রূপান্তরিত করা হবে এবং ২০ লাখ তরুণ-তরুণীর কর্মসংস্থান করা হবে। প্রতিমন্ত্রী বলেন, ২০২১ সালের মধ্যে তথ্যপ্রযুক্তি খাত থেকে রফতানি আয় ৫ বিলিয়ন ডলার আয় করা সম্ভব হবে। তিনি আরো বলেন, ২০২১ সালের মধ্যে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হবে।

 

শুক্রবার বিকেল শহরের পুরাতন জেলখানায় স্থাপিত দেশের প্রথম শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টারের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

 

Post MIddle

এ সময় আরো উপস্থিত ছিলেন, নাটোর সদর আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শ্যাম সুন্দর সিকদার, বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের এমডি হোসনে আরা বেগম, গণপূর্ত তত্ত্বাবধায়ক প্রকৌশলী আমান উল্লাহ, জেলা প্রশাসক খলিলুর রহমান প্রমুখ।

 

উল্লেখ্য, শহরের পুরাতন জেলখানা এলাকায় আড়াই একর জমির উপর দেশের প্রথম ৬ তলা বিশিষ্ট আইটি ট্রেনিং সেন্টারটি ৯ কোটি ১৩ লাখ ২৭ হাজার টাকা ব্যায়ে নির্মিত হচ্ছে।#

 

আরএইচ

পছন্দের আরো পোস্ট