ঢাবি উপাচার্যের সঙ্গে অস্ট্রিয়ার এমিরিটাস অধ্যাপকের সাক্ষাৎ

ঢাবি প্রতিনিধি।

অস্ট্রিয়ার ভিয়েনা ইউনিভার্সিটি অব ন্যাচারাল রিসোর্সেস এন্ড লাইফ সায়েন্সেস-এর এমিরিটাস অধ্যাপক ড. উইনফ্রিড এরিক হুবার্ট ব্লাম গত (৩০ ডিসেম্বর ২০১৯) সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেন। এসময় ঢাকা বিশ্ববিদ্যালয় মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. খলিলুর রহমান এবং অধ্যাপক ড. এ এইচ এম মুস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন।

Post MIddle

সাক্ষাৎকালে তারা প্রাকৃতিক পরিবেশ রক্ষায় মাটির যৌক্তিক ব্যবহারের উপর গুরুত্বারোপ করেন। এসময় তারা ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ভিয়েনা ইউনিভার্সিটি অব ন্যাচারাল রিসোর্সেস এন্ড লাইফ সায়েন্সেস-এর মধ্যে যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম চালুর সম্ভাব্যতা নিয়ে আলোচনা করেন।

উল্লেখ্য, এমিরিটাস অধ্যাপক ড. উইনফ্রিড এরিক হুবার্ট ব্লাম ঢাকা বিশ্ববিদ্যালয় মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিতে বর্তমানে বাংলাদেশ সফর করছেন।

পছন্দের আরো পোস্ট