
গবিতে একাডেমিক কাউন্সিলের বিশেষ সভা
আবু হুরায়রা,গবি প্রতিনিধি।
সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) একাডেমিক কাউন্সিলের বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের সভাকক্ষে একাডেমিক কাউন্সিলের সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড.মো. আবুল হোসেন।
সভায় এপ্রিল ও অক্টোবর ২০২৪ সেশনের স্নাতক ও স্নাতকোত্তর পরীক্ষার ফলাফল অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে দিয়ে এপ্রিল ও অক্টোবর ২০২৪ সেশনের শিক্ষার্থীরা ৪র্থ কনভোকেশন আবেদনের সুযোগ পেল। এছাড়াও সভায় বেশ কয়েকটি বিষয়ের অনুমোদন দেয়া হয়।
সভায় গবি ট্রাস্টি বোর্ডের সদস্য অধ্যাপক আলতাফুন্নেসা,অধ্যাপক ডা.আবুল কাসেম চৌধুরী, বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মো.সিরাজুল ইসলাম,রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) আবু মুহাম্মাদ মুকাম্মেল বিভিন্ন অনুষদের ডীন এবং একাডেমিক কাউন্সিলের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।