কুয়েটে শিক্ষাবৃত্তি পেল যারা

কুয়েট প্রতিনিধি।

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে ড. মোঃ নওশের আলী মোড়ল শিক্ষাবৃত্তির আওতায় ১৪ জন মেধাবী শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি দেওয়া হয়েছে।

রবিবার (১৯ জানুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে ভাইস-চ্যান্সেলর এর কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের মেধাবী শিক্ষার্থীদের এ শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।

শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ, বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ নওশের আলী মোড়ল, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ সাহিদুল ইসলাম ও মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. এ. এন. এম মিজানুর রহমান।

বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন

বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের মোঃ সোহাইব হোসেন,মুশফিকা,আরাফাত ইবনে আবির, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের মোসাঃফারিয়া রহমান,মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ফাহমিদা চৌধুরী ফারিয়া, ওয়াহিদুজ্জামান ইমরান,রিজভী আহম্মেদ, ইলেক্ট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের মোঃ মুসাব্বির হাসান,ইন্ড্রাষ্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং এন্ড ম্যানেজমেন্ট বিভাগের সমীরন সরদার,আরবান এন্ড রিজিওনাল প্লানিং বিভাগের মোঃ আবিদ হাসান, লামিয়া তাহসিন অথই,লেদার ইঞ্জিনিয়ারিং বিভাগের সোমাইয়া খানব,মেটেরিয়ালস্ সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সবুজ কুমার,জাবির আল নাহিয়ান।

পছন্দের আরো পোস্ট