
অবশেষে জাবির সেই ছাত্রী সাময়িক বহিস্কার
জাবি প্রতিনিধি।
অবশেষে সেই অর্পা খন্দকার চাঁদনী বিশ্ববিদ্য়ালয় থেকে সাময়িক বহিস্কার হলেন। “জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের জন্য শৃঙ্খলা সংক্রান্ত অধ্যাদেশ-২০১৮”-এর ৪ (১)(খ) ধারা অনুযায়ী আজ ১৯ জানুয়ারী ২০২৫ তারিখ থেকে তাকে সাময়িক বহিষ্কার করা হয়।
বহিস্কৃত মোছাঃঅর্পা খন্দকার চাঁদনী (নাটক ও নাট্যতত্ব বিভাগ, ৫২তম ব্যাচ,শিক্ষাবর্ষ: ২০২২-২৩, রোল নং- ১০৫৬, রেজি নং- ২০২৩১৮৫৭৭৯১, নওয়াব ফয়জুন্নেসা হলের ছাত্রী।
উল্লেখ্য,গত ১৮ জানুয়ারী নওয়াব ফয়জুন্নেসা হলের ৩১৬ নং কক্ষে নাটক ও নাট্যতত্ব বিভাগের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের (৫২তম ব্যাচ) শিক্ষার্থী মোছাঃ অর্পা খন্দকার চাঁদনী বহিরাগত আশ্রাফুল আলম পারভেজ (পিতা-মৃত মকবুল আহমেদ, জন্ম তারিখ ১০-৪-১৯৯৩, জাতীয় পরিচয়পত্র নম্বর-১৯৯৩১৫৯২৮২৪০০০০৮১, ঠিকানা- গ্রাম: মিস্ত্রি পাড়া, ডাকঘর: চট্টগ্রাম বন্দর, চট্টগ্রাম সিটি কর্পোরেশন, ডাবলমুরিং, চট্টগ্রাম-৪১০০) কে নিয়ে অবৈধভাবে হলে অনুপ্রবেশ করেন।