চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভলিবল কার্নিভ্যাল

চবি প্রতিনিধি।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভলিবল খেলোয়াড় কল্যাণ সমিতি কর্তৃক আয়োজিত “চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভলিবল কার্নিভ্যাল-২০২৫” শুক্রবার (১০ জানুয়ারি ২০২৫) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত হয়। ভলিবল কার্নিভ্যাল উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার।

চবি উপাচার্য বলেন, এ ভলিবল কার্নিভ্যাল একটি আনন্দদায়ক ও স্মরণীয় অনুষ্ঠান, যা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া সংস্কৃতির ঐতিহ্যকে তুলে ধরে। এটি পুরোনো স্মৃতিচারণ ও নতুন উদ্দীপনায় একে অপরকে সহযোগিতার অঙ্গীকার করার একটি অসাধারণ সুযোগ।

উপাচার্য ভলিবল খেলোয়াড় কল্যাণ সমিতির সকল সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং নিয়মিত খেলাধুলা পরিচালনা অব্যাহত রাখতে আহ্বান জানান।অনুষ্ঠান শেষে তিনি বিজয়ী ও রানার্স-আপ দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি কলা ও মানববিদ্যা অনুষদের সাবেক ডিন প্রফেসর ড. মনসুর উদ্দিন আহমদ, চবি ছাত্র-ছত্রী পরামর্শ ও নির্দেশনা পরিচালক ড. মো. আনোয়ার হোসেন, চবি শারীরিক শিক্ষা বিভাগের সাবেক পরিচালক জনাব এ.এম.এম. রকিব কোরেশী, চবি শারীরিক শিক্ষা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক জনাব আনিসুল আলম, এডভোকেট জিয়া উদ্দিন আহমদ, মো. আমিন হোসেন আপন, হোসাইন আহমেদ ও আব্দুল মোমিন সাদ্দাম।

প্রতিযোগিতায় মহিলা দলগুলোর মধ্যে চ্যাম্পিয়ন হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মহিলা ভলিবল দল (সিনিয়র)। আর রানার্স-আপ হয়েছে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন (সিনিয়র)।পুরুষ দলগুলোর মধ্যে যুগ্ম চ্যাম্পিয়ন হয়েছে এ.এম.এম. রকিব কোরেশী ভলিবল দল ও চট্টগ্রাম ভলিবল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন।

অংশগ্রহণকারী পুরুষ দলগুলো হচ্ছে আ. স. আ জহুরুল হোসেন ভলিবল দল, এ.এম.এম. রকিব কোরেশী ভলিবল দল, সোনালী অতীত ভলিবল দল, মহাখালী ভলিবল দল, চট্টগ্রাম ভলিবল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ও লিজেন্ডস অব প্যারেড ভলিবল দল।

মহিলা দলগুলো হচ্ছে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন (জুনিয়র), এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন (সিনিয়র), চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ ভলিবল দল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মহিলা ভলিবল দল (সিনিয়র) ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মহিলা ভলিবল দল (জুনিয়র)।

অনুষ্ঠানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান কৃতি খেলোয়াড়বৃন্দ ও বিপুলসংখ্যক ক্রীড়ামোদী দর্শক উপস্থিত ছিলেন। অনুষ্ঠান উপস্থাপনা করেন শরিফুল ইসলাম ও মাজেদা আকতার লিপি।

অনুষ্ঠানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভলিবল খেলোয়াড় কল্যাণ সমিতি কর্তৃক প্রকাশিত ম্যাগাজিন “অদম্য” এর মোড়ক উন্মোচন করা হয়।

পছন্দের আরো পোস্ট