ব্রুনেই দারুসসালাম বৃত্তি

সায়ফুল হক সিরাজী।

ব্রুনাই দারুসসালাম বিশ্ববিদ্যালয় ব্রুনাইয়ের প্রথম বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়টি ১৯৮৫ সালে প্রতিষ্ঠিত হয় এবং তারপর থেকেই বিশ্ববিদ্যালয়টি দেশের বৃহত্তম সরকারি বিশ্ববিদ্যালয়ের স্থান অর্জন করে।

ব্রুনাই দারুসসালাম বিশ্ববিদ্যালয় (কিউ.এস) এশিয়া শীর্ষ বিশ্ববিদ্যালয়ের তালিকায় ১০৫তম স্থান অর্জন করে এবং ২০১৯ সালের (কিউ.এস) বিশ্ব শীর্ষ বিশ্ববিদ্যালয় তালিকায় ব্রুনাই দারুসসালাম বিশ্ববিদ্যালয় ৩২৩তম স্থান অর্জন করে ইতিহাস, ইসলামিক স্টাডিজ বিভাগ

ব্রুনাই দারুসসালাম বিশ্ববিদ্যালয় ১৯৮৫ সালে মাত্র ১৭৬ জন শিক্ষার্থী নিয়ে প্রতিষ্ঠিত হয়। এরপর থেকে ব্রুনাই দারুসসালাম বিশ্ববিদ্যালয় ক্রমশ উচ্চ মানের স্নাতকের জন্য নতুন নতুন অনুষদ গঠন, অবকাঠামো ও উন্নয়নের কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

অনুষদ ও ইনস্টিটিউট

ব্রুনাই দারুসসালাম বিশ্ববিদ্যালয়ে ৯টি একাডেমিক অনুষদ এবং ৭টি গবেষণা ইনস্টিটিউট রয়েছে। বিজ্ঞান, স্বাস্থ্য বিজ্ঞান, এশিয়ান স্টাডিজ, নীতি গবেষণা, ব্যবসা শিক্ষা, প্রকৌশল, জীববৈচিত্র্য, উন্নত উপকরণ ও শক্তি বিজ্ঞান, উন্নত গবেষণা ও প্রয়োগ, তথ্য বিশ্লেষণ, ইসলামিক স্টাডিজ, নেতৃত্ব, নতুনত্ব ও অগ্রগতি অনুষদ রয়েছে ব্রুনাই দারুসসালাম বিশ্ববিদ্যালয়ে।

ব্রুনাই দারুসসালাম বিশ্ববিদ্যালয়ে শুরু থেকেই আন্তর্জাতিক শিক্ষার্থীদের বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান করে আসছে।ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে বিদেশী শিক্ষার্থীর সংখ্যা, যাদের মধ্যে অধিকাংশ পূর্ব এশিয়া (গণচীন এবং জাপান), ইউরোপ, ইউরোপ এবং মধ্যপ্রাচ্য থেকে আসছে। বর্তমানে ব্রুনাই দারুসসালাম বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন প্রোগ্রাম উন্নত করার জন্য আন্তর্জাতিক সম্পর্ক সমৃদ্ধি কর্মসূচির নিয়েছে ব্রুনাই এবং তৃতীয় বছরে স্নাতক প্রোগ্রাম শেষ করে শিক্ষার্থীরা বিশ্বের যে কোন দেশে যেতে পারে এবং সেখানে সফলতা অর্জন করে।

ব্রুনেই দারুসসালাম বৃত্তি

ব্রুনেইয়ের ইউনিভার্সিটি অব ব্রুনেই দারুসসালাম বৃত্তি ২০২৫-২৬-এর আবেদন শুরু হয়েছে। বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। সম্পূর্ণ অর্থায়নের এ বৃত্তিতে স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন শিক্ষার্থীরা।

সুযোগ-সুবিধা

  • জাতীয় ও আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য এ বৃত্তি সম্পূর্ণ অর্থায়িত
  • শিক্ষার্থীরা পাবেন রেজিস্ট্রেশনের খরচ
  • টিউশনসহ অন্যান্য ফি মওকুফ
  • প্রতি মাসে জীবিকা ভাতা ২ হাজার ২০০ ব্রুনেই ডলার (১ লাখ ৯৭ হাজার টাকা বাংলাদেশি মুদ্রা) দেওয়া হবে।

বৃত্তির মেয়াদকাল
ব্রুনেই বিশ্ববিদ্যালয়ের বৃত্তির মেয়াদ তিন ভাগে বিভক্ত। কোর্সওয়ার্ক প্রোগ্রামের মেয়াদ ১২ মাস, গবেষণা প্রোগ্রামের মেয়াদ ২৪ মাস ও পিএইচডির জন্য ৩৬ মাস।

অধ্যয়নের বিষয়গুলো
বিজ্ঞান অনুষদের অধীনে জীববৈচিত্র্য, জীববিদ্যা, বায়োটেকনোলজি, রসায়ন, কম্পিউটার সায়েন্স, গণিত ও ফলিত পদার্থবিদ্যা। কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের অধীনে নৃতত্ত্ব, ফলিত ভাষাতত্ত্ব ও ইংরেজি সাহিত্য। ব্যবসায় অনুষদের অধীনে ব্যবস্থাপনা, অর্থনীতি, ব্যবসায় প্রশাসন, ফলিত অর্থনীতি ইত্যাদি।

আবেদনের যোগ্যতা
আবেদনকারী প্রার্থীদের স্নাতকোত্তর ডিগ্রির জন্য প্রথম শ্রেণির ব্যাচেলর ডিগ্রি ও ডক্টরাল প্রোগ্রামের জন্য মাস্টার্সের সার্টিফিকেট থাকতে হবে। মানসম্পন্ন গবেষণা প্রস্তাবনা থাকতে হবে। ইংরেজি ভাষায় দক্ষতার সনদ থাকতে হবে।

আবেদনের পদ্ধতি
আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। আবেদনের বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ তারিখ: ২৮ ফেব্রুয়ারি ২০২৫।
Universiti Brunei Darussalam

পছন্দের আরো পোস্ট