ডুয়েটে টেকনিক্যাল সেমিনার ও কর্মশালা অনুষ্ঠিত

ডুয়েট প্রতিনিধি।

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট),গাজীপুর-এ ‘চ্যালেঞ্জিং ফ্যাক্টরস্ ফর সিনথেটিক লিকুইড প্রোডাকশন ফ্রম গ্রীনহাউস গ্যাস’ বিষয়ক সেমিনার এবং ‘হরিজনস্ ইন কমপ্রিহেন্সিভ রিসার্চ, ইমপ্লিমেনটেশন অ্যান্ড পাবলিকেশন’ বিষয়ক কর্মশালা বুধবার (১ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদ ও ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)-এর যৌথ উদ্যোগে আয়োজিত এ সেমিনার ও কর্মশালাটিতে হিসেবে উপস্থিত ছিলেন প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন। বিশেষ অতিথি ও সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য ও মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন অধ্যাপক ড. মো. আরেফিন কাওসার। সেমিনার ও কর্মশালাটিতে রিসোর্স পার্সন হিসেবে বক্তব্য দেন জাপানের নাগোয়া বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েট স্কুল অব ইঞ্জিনিয়ারিং-এর কেমিক্যাল সিস্টেম ইঞ্জিনিয়ারিং বিভাগের ফ্যাকাল্টি ড. মো. শাহজাহান কুতুবী।

সেমিনার এবং কর্মশালাটির প্রধান অতিথি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন নতুন বছরের শুরুতে সবাইকে শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের পরবর্তী নতুন এই বাংলাদেশের অগ্রযাত্রায় শিক্ষার্থীদের অতুলনীয় অবদান ও প্রেরণাকে কাজে লাগিয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের যৌথ উদ্যোগে আমরা সকল চ্যালেঞ্জ মোকাবেলা করে প্রাণের এই ডুয়েটকে বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে নিয়ে যাবো।

বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আরেফিন কাওসার সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘তত্ত্বীয় ও প্রায়োগিক ক্ষেত্রে সমন্বয় সাধনের জন্য এ ধরনের সেমিনার বা কর্মশালা অত্যন্ত জরুরি। গবেষণা ও প্রকাশনায় এগিয়ে যাওয়ার জন্য শিক্ষার্থীদের দেশে-বিদেশে গবেষণাধর্মী কার্যক্রমে অংশগ্রহণ ও বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি ইন্ডাস্ট্রিগুলোর সঙ্গে কোলাবোরেশনের মাধ্যমে কাজ করার প্রতি গুরুত্ব দিতে হবে।’

মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক সাইফুল্লাহ মাহমুদের সঞ্চালনায় উক্ত সেমিনার এবং কর্মশালাটিতে বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের বিভিন্ন বিভাগ, ইনস্টিটিউটের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তাবৃন্দসহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য বিভাগ, ইনস্টিটিউটের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করেন।

পছন্দের আরো পোস্ট