শুধু বিসিএস পরীক্ষার পিছনে না ছুটে উদ্যোক্তা হোন
চবি প্রতিনিধি।
শুধু বিসিএস পরীক্ষার পিছনে না ছুটে শিক্ষার্থীদের উদ্যোক্তা হওয়ার আহবান জানিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের সার্বিক সহযোগিতায় বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট,গাজীপুর এর আয়োজনে কৃষি যন্ত্রপাতি ও লাগসই প্রযুক্তি উদ্ভাবনের মাধ্যমে ফসল উৎপাদন ব্যবস্থাকে অধিকতর লাভজনক করা (এফএমডি) প্রকল্পের আর্থিক সহযোগিতায় গত (২৭ নভেম্বর ২০২৪) চবি সমাজ বিজ্ঞান অনুষদ অডিটোরিয়ামে “কৃষি যন্ত্রপাতি প্রতিভা অন্বেষণ” শীর্ষক সেমিনার ও প্রদর্শনী মেলায় প্রধান অতিথির ভাষণে তিনি এ আহবান জানান।
তিনি বলেন, জনসংখ্যা বৃদ্ধি, খাদ্য নিরাপত্তার চাহিদা এবং পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলা করতে আধুনিক কৃষি যন্ত্রপাতি ও প্রযুক্তি অপরিহার্য।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ আলাউদ্দিন মজুমদার ও হাটহাজারী আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ সহিদুল ইসলাম খান। চবি ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের সভাপতি জনাব মোহাম্মদ সোহাইবের সভাপতিত্বে সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন BARI, গাজীপুর এফএমডির প্রকল্প পরিচালক ও এফএমপিই বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ নুরুল আমিন।
সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন চবি ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক জনাব কাজী রবিউল ইসলাম। আলোচক হিসেবে বক্তব্য রাখেন চবি বনবিদ্যা ও পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউটের প্রফেসর ড. খালেদ মিজবাহুজ্জামান ও চবি ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের প্রভাষক জনাব গোলাম সারওয়ার। অনুষ্ঠান সঞ্চলনা করেন চবি ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের প্রভাষক জনাব মোহাম্মদ ফায়সাল।
সেমিনার ও প্রদর্শনী মেলার শুভ উদ্ভোধন শেষে BARI এর সাইন্টিফিক অফিসার জনাব মোঃ রাকিব হাসান মাননীয় উপাচার্যকে মেলায় প্রদর্শিত বিভিন্ন আধুনিক যন্ত্রপাতি ঘুরে দেখান। সেমিনারে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।