নবীন শিক্ষার্থীদের একাডেমিক ওরিয়েন্টেশন সমাপ্ত

খুবি প্রতিনিধি।

সন্ত্রাস, ছাত্ররাজনীতি, র‌্যাগিং ও মাদককে না বলে শপথ নিয়েছে খুলনা বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের স্নাতক/স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তিকৃত নবাগত সহস্রাধিক শিক্ষার্থী। রবিবার (১৭ নভেম্বর) সকালে ৫টি ডিসিপ্লিনের শিক্ষার্থীদের শপথ গ্রহণের মধ্য দিয়ে ২৯টি ডিসিপ্লিনের শিক্ষার্থীদের শপথ গ্রহণ শেষ হয়। বিশ্ববিদ্যালয়ের প্রথা অনুসারে শপথ বাক্য পাঠ করান উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম।

আচার্য জগদীশচন্দ্র বসু একাডেমিক ভবনের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে ৫ম দিনের একাডেমিক ওরিয়েন্টেশনে প্রধান অতিথির বক্তৃতায় উপাচার্য বলেন,বিশ্ববিদ্যালয় জীবনে প্রবেশের সাথে সাথে বড় ধরনের পরিবর্তনের মুখোমুখি হয় শিক্ষার্থীরা। এই পরিবর্তিত পরিস্থিতিতে খাপ খাইয়ে নেওয়া সবচেয়ে জরুরি। এক্ষেত্রে সহপাঠীদের সাথে পারস্পরিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে হবে। টিমওয়ার্ক গড়ে তুলতে হবে। নিজেকে অপরের সহযোগিতায় যোগ্য ও দক্ষ করে তুলতে হবে।

নিজেদের মধ্যে নেতৃত্বদানের সক্ষমতা তৈরি করতে হবে। জীবনে চলার পথে অনেক সমস্যা ও চ্যালেঞ্জ আসবে, সেগুলো মোকাবেলা করেই সামনে এগিয়ে যেতে হবে।তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রক্রিয়া হচ্ছে বিশ্বমানের জনশক্তি তৈরি করার প্রক্রিয়া। এখান থেকে উচ্চশিক্ষা অর্জনের পাশাপাশি সফট স্কিলে দক্ষতা বাড়াতে হবে। কারণ,বর্তমান সময়ে একাডেমিক ডিগ্রির পাশাপাশি সফট স্কিল দক্ষতা ও যোগ্যতা অধিক গুরুত্বসহকারে বিবেচনায় নেওয়া হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মো. হারুনর রশিদ খান। তিনি বলেন,মৌলিক কিছু পার্থক্যের কারণে খুলনা বিশ্ববিদ্যালয় অনন্য। এখানে ছাত্ররাজনীতি ও সেশনজট নেই। গবেষণাক্ষেত্রেও এ বিশ্ববিদ্যালয় অনেক এগিয়ে গেছে। গবেষণার উৎকর্ষতা যত বেশি হবে,বিশ্ববিদ্যালয় র‌্যাঙ্কিংয়ে তত এগিয়ে যাবে। এ বিশ্ববিদ্যালয় অধ্যয়নকালে তোমরা যে সময়টা পাচ্ছো, এই সময়টাকে কাজে লাগাতে হবে। নিজেকে একজন ভালো মানুষ হিসেবে তৈরি করতে হবে। বিশ্ববিদ্যালয়ের আইন-শৃঙ্খলা ও নিয়ম-কানুন মেনে চলতে হবে।

Post MIddle

বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিন প্রফেসর ড. মো. আশরাফুল আলম এবং শিক্ষা স্কুলের ডিন (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. ইমদাদুল হক।

আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত পরিচালক ড. মো. সালাউদ্দিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপ-রেজিস্ট্রার মোঃ নুরুল ইসলাম সিদ্দিকী। অনুষ্ঠানে সংশ্লিষ্ট ডিসিপ্লিনসমূহের প্রধানবৃন্দ এবং নবাগত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানের পরে উপাচার্য রিসোর্স পারসন হিসেবে ‘কপিং এন্ড থ্রাইভিং ইন হায়ার এডুকেশন এনভায়রনমেন্ট’ শীর্ষক একটি টেকনিক্যাল সেশন উপস্থাপন করেন। এতে তিনি ‘আন্ডারস্ট্যান্ডিং দ্য ইউনিভার্সিটি এনভায়রনমেন্ট’,‘কমিটমেন্ট’,‘পারসোনাল এন্ড একাডেমিক গোলস’,‘বিল্ডিং সোশ্যাল কানেকশন’,‘টাইম ম্যানেজমেন্ট’ এবং ‘ফিন্যান্সিয়াল সাপোর্টস’ বিষয়ে আলোকপাত করেন।

এ ছাড়াও আইসিটি সেলের পরিচালক প্রফেসর ড.মো.শামীম আহসান, ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড.মো.নাজমুস সাদাত,ফিশারিজ এন্ড মেরিন রিসোর্স টেকনোলজি ডিসিপ্লিনের প্রফেসর ড. মুহাম্মদ আব্দুর রউফ,বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট প্রফেসর ড. সাঈদা রেহানা রিসোর্স পারসন হিসেবে টেকনিক্যাল সেশন উপস্থাপন করেন।

অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীদের মাঝে নতুন মুদ্রিত সমন্বিত প্রসপেক্টাস বিতরণ করা হয়।ওরিয়েন্টেশনের পঞ্চম দিনে বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য,কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং,ইলেক্ট্রনিক এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং,নগর ও গ্রামীণ পরিকল্পনা,গণিত এবং শিক্ষা ডিসিপ্লিনের নবাগত শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

পছন্দের আরো পোস্ট