বিডিইউতে আইকিউএসির আয়োজনে ওয়ার্কশপ অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি,বাংলাদেশ এর ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স সেল (আইকিউএসি) এর আয়োজনে “অ্যাড্রেসিং অ্যাসেসমেন্ট ইন লাইন উইথ সিইওস-এন আউটকাম বেইজড অ্যাপ্রোচ” শীর্ষক ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।১৬ নভেম্বর (শনিবার) বিডিইউ এর প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে এই ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়।
উক্ত ওয়ার্কশপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, বাংলাদেশ এর উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবু ইউসুফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মো: আনোয়ার হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবু ইউসুফ শিক্ষার মানোন্নয়নে প্রশিক্ষণের উপর গুরুত্বারোপ করেন। এছাড়া, বিশ্ববিদ্যালয়ের লক্ষ্য অর্জনে আউটকাম বেইজড কারিকুলাম যথাযথভাবে প্রণয়ন, বাস্তবায়ন ও মূল্যায়নের আহবান জানান।
ওয়ার্কশপে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ এর ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স সেল (আইকিউএসি) এর পরিচালক ও ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো: আব্দুর রাজ্জাক।
ওয়ার্কশপে সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, বাংলাদেশ এর এডুকেশনাল টেকনোলজি এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান ও ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স সেল (আইকিউএসি) এর পরিচালক মোঃ আশরাফুজ্জামান। ওয়ার্কশপে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষকবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।