পেডাগোজি বিষয়ক প্রশিক্ষণ কোর্সের সমাপনী

নিজস্ব প্রতিবেদক।

দেশে আদর্শ ও নীতিবান শিক্ষকের সংখ্যা কমে যাচ্ছে। এটি কাম্য নয়। রাজনীতির পথে না হেঁটে, যথার্থ শিক্ষা প্রদানের মাধ্যমে ভবিষৎ প্রজন্মকে গড়ে তোলার জন্য শিক্ষকদের প্রতি আহবান জানান জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ।

বাংলাদেশ ইন্সটিটিউট অব ম্যানেজমেন্ট (BIM)-এ শিক্ষকদের জন্য CEDP আয়োজিত পেডাগোজি বিষয়ক প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। তিনি বলেন দেশের শিক্ষা-ভেঙ্গে পড়েছে, আর এই অবস্থা থেকে উত্তরণের জন্য দিন-রাত কাজ করে যাচ্ছেন তিনি। চান কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, “শিক্ষা মন্ত্রণালয়ে বড় ধরনের পরিবর্তন এসেছে, এটা খুব আশাপ্রদ আমাদের কাছে।” আমানুল্লাহ বলেন, শিক্ষার মানোন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাথে একযোগে কাজ করতে চায় কয়েকটি বিশ্বখ্যাত বিশ্ববিদ্যালয় এবং আন্তর্জাতিক সংস্থা। অতীতে সম্ভব না হলেও,এখন সুযোগ রয়েছে বলে মনে করেন তিনি।

তিনি বলেন, সময় এসেছে সবার সচেতন হওয়ার। ডেমোগ্রাফিক ডিভিডেন্ট বা কর্মসংস্থান ও আয়োপযোগী জনগোষ্ঠীর বিভাজনে দেশ যে ভয়াবহ বিপর্যয়ে পড়তে পারে, তা আমরা সাম্প্রতিক সময়ে দেখেছি।

Post MIddle

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক যুবায়ের। তিনি বলেন, শিক্ষকদের আর্থিক স্বচ্ছলতা নিশ্চিত করতে হবে। তা না হলে শিক্ষাদান ব্যহত হবে। তিনি আরও বলেন, শিক্ষকদের অধিকতর সামজিক মূল্যবোধ সৃষ্টির জন্য প্রয়োজন প্রশিক্ষণ।

এ ব্যাপারে জাতীয় বিশ্ববিদ্যালয় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। প্রকল্প পরিচালক কাজী  মোঃ আব্দুর রহমান বলেন, পর্যবেক্ষণ ও সম্ভাব্য সমাধান নির্ণয়ের জন্য ট্রেইনি শিক্ষকদের একটি সংক্ষিপ্ত ফিডব্যাক রিপোর্ট জাতীয় বিশ্ববিদ্যালয়কে দেয়া হবে।

এছাড়া,ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. এস এম হাফিজুর রহমান বলেন,জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীভুক্ত প্রায় ১৬০০ কলেজ শিক্ষকদের CEDP আয়োজিত পেডাগোজি বিষয়ক এই প্রশিক্ষণ দেয়া হয়েছে। অনুষ্ঠানের অন্য বক্তা মোঃ মিজানুর রহমান বলেন, কলেজ অধ্যক্ষ ও উপাধ্যক্ষদের জন্য awareness programme বা সচেতনতা তৈরি সংক্রান্ত শিক্ষণের ব্যবস্থা করতে হবে।

CEDP আয়োজিত ২৮ দিন ব্যাপী এই প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে শিক্ষকদের মাঝে প্রশিক্ষণোত্তর সনদ প্রদান করা হয়।

পছন্দের আরো পোস্ট