শিক্ষার্থীদের প্রত্যাশা নিয়ে হাবিপ্রবিতে ব্যতিক্রমি জরিপ

হাবিপ্রবি প্রতিনিধি।

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) রিসার্চ সোসাইটির পক্ষ থেকে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনামউল্যা মহোদয়ের নিকট একটি জরিপের রিপোর্ট হস্তান্তর করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন হাবিপ্রবি রিসার্চ সোসাইটির উপদেষ্টা প্রফেসর ড.মো.মহিদুল হাসান, প্রফেসর ড.মারুফ আহমেদসহ রিসার্চ সোসাইটির সভাপতি ও সাধারণ সম্পাদক।

Post MIddle

ভাইস চ্যান্সেলর মহোদয় এ ধরণের কাজের জন্য তাদের সাধুবাদ জানান। তিনি বলেন,হাবিপ্রবিকে সামনে এগিয়ে নিতে এই জরিপ ভূমিকা রাখবে এবং প্রয়োজনে আমাদের জার্ণালে প্রকাশের উদ্যোগ গ্রহণ করতে হবে। পাশাপাশি শিক্ষার্থীদের এ সমস্ত ইতিবাচক কাজে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে কোন সহযোগিতা করা সম্ভব হলে আমরা তা করবো।

উল্লেখ্য, “মাননীয় ভাইস চ্যান্সেলরের নিকট শিক্ষার্থীদের প্রত্যাশা” শীর্ষক উক্ত জরিপটি গত ১২-২০ আগস্ট ২০২৪ পর্যন্ত অনলাইন ও অফলাইনে ৭৯৫ জন শিক্ষার্থীর মাঝে পরিচালনা করা হয়।

পছন্দের আরো পোস্ট