খুলনা পাবলিক কলেজের বার্ষিক বিজ্ঞান উৎসবের সমাপনী
খুবি প্রতিনিধি।
খুলনা পাবলিক কলেজে বার্ষিক বিজ্ঞান উৎসব-২০২৪ এর সমাপনী অনুষ্ঠান গতকাল (১৪ নভেম্বর) বৃহস্পতিবার দুপুরে কলেজ অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম।
তিনি বলেন, নতুন কিছু আবিস্কার বা তৈরি করার আনন্দ অন্যরকম। বিজ্ঞান মেলা ও বিজ্ঞান উৎসবের মতো অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীরা বৈজ্ঞানিক জ্ঞানের সৃষ্টি করে। পাশাপাশি অনেক ধরনের জ্ঞান আহরণ করে। এ ধরনের উৎসব আয়োজনের মাধ্যমে নতুন প্রজন্মের উদ্ভাবনী চিন্তাশক্তি জাগ্রত করতে হবে।
কলেজের অধ্যক্ষ লে. কর্নেল মোহাম্মদ শামীমুল আহসান শামীমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপাধ্যক্ষ বেনিয়াজ জামান। স্বাগত বক্তব্য রাখেন কলেজের আইসিটি বিভাগের চেয়ারম্যান ও অনুষ্ঠান আয়োজক কমিটির আহ্বায়ক প্রকৌশলী এম এম সাইদুর রহমান। এ সময় সংশ্লিষ্ট কলেজের শিক্ষক-শিক্ষার্থী এবং উৎসবে অংশ নেওয়া খুলনার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান,এ উৎসবে খুলনা পাবলিক কলেজ থেকে ১ হাজার ৫ শত এবং খুলনা মহানগরীর ৩৪টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ১ হাজার ৫ শত অর্থাৎ মোট ৩ হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করে। এতে ১৭টি ইভেন্টে ১৫০টিরও অধিক বৈজ্ঞানিক প্রজেক্ট উপস্থাপন করা হয়।