চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভারতের বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদল
চবি প্রতিনিধি।
গতকাল (২৮ অক্টোবর) সোমবার ভারতের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর এস. এম. নছরুল কদির এর সাথে তার কার্যালয়ে সাক্ষাৎ ও আলোচনায় অংশগ্রহন করেন।
ভারতীয় প্রতিনিধি দলের অন্তর্ভূক্ত সদস্যবৃন্দ হলেন,দূর্গা প্রসাদ ছেত্রী,প্রফেসর ও চেয়ারপার্সন পলিটিকেল সায়েন্স বিভাগ,স্কুল অব সোস্যাল সায়েন্সেস,সিকিম বিশ্ববিদ্যালয়,প্রফেসর ড.প্রভাত কুমার দত্ত,পলিটিকেল সায়েন্স এন্ড পাবলিক এডমিনিষ্ট্রেশন,জেভিয়ার ল’ স্কুল,সেন্ট জেভিয়ার’স বিশ্ববিদ্যালয়,কলকাতা,ড.কে.এম.বাহারুল ইসলাম,প্রফেসর এন্ড চেয়ারপার্সন সেন্টার ফর পাবলিক পলিসি এন্ড গভর্নমেন্ট,ইন্ডিয়ান ইনষ্টিটিউট অব ম্যানেজমেন্ট,কাশিপুর উত্তরাখন্ড এবং ড.লাল থাসাংগা সি,ভাইস প্রিন্সিপাল,মিজোরাম খ্রিষ্টিয়ান কলেজ,আইজল,মিজোরাম।
আলোচনায় ইন্ডিয়ান ইনষ্টিটিউট অব ম্যানেজমেন্ট, কাশিপুর-এর সাথে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের সেমিনার, সিম্পোজিয়াম আয়োজন ও পাঠ্যক্রম বিনিময়সহ সমঝোতা স্মারক সাক্ষরের বিষয় প্রাধান্য পায়।
এ সময় আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত কলেজ পরিদর্শক লোক প্রশাসন বিভাগের প্রফেসর ড. আমির মুহাম্মদ নসরুল্লাহ, ম্যানেজমেন্ট বিভাগের সভাপতি প্রফেসর ড. জহুরুল আলম, ফাইন্যান্স বিভাগের সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ নেছারুল করিম, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের সভাপতি প্রফেসর ড. মো: আফতাব উদ্দীন, ব্যাংকিং এন্ড ইন্স্যুরেন্স বিভাগের সভাপতি জনাব মো: আবু বক্কর ছিদ্দিক এবং ফাইন্যান্স বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ সালেহ জহুর।