সাউথ এশিয়া ফাউন্ডেশন এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক।
গতকাল (৩০ সেপ্টেম্বর) সোমবার সাউথ এশিয়া ফাউন্ডেশনের (SAF)গভর্নর বোর্ড এর বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়। বোর্ড চেয়ারম্যান জনাব রেজাউল করিমের সভাপতিত্বে সভাটি সাউথইস্ট ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়।
এজিএম-এ বোর্ড চেয়ারম্যান জনাব করিমকে পরবর্তী দুই বছরের জন্য পুনর্নির্বাচিত করা হয়। তাঁর পুনর্নির্বাচনের পরে, বোর্ড অব গভর্নরস একই মেয়াদের জন্য পুনর্গঠিত হন।
রেজাউল করিমের নেতৃত্বে এজিএমে কৌশলগত পরিকল্পনা ও আর্থিক বিষয়গুলোর উপর গুরুত্ব দেওয়া হয়। বোর্ড বার্ষিক প্রতিবেদন এবং নিরীক্ষা প্রতিবেদন পর্যালোচনা করে অনুমোদন দেয়। বোর্ড পরবর্তী অর্থবছরের জন্য একজন নিরীক্ষক নিয়োগ করে।
সাউথ এশিয়া ফাউন্ডেশন সাউথইস্ট ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করে। এ প্রতিষ্ঠানটি বাংলাদেশের উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রাখছে।