চবির রেজিস্ট্রার পদে যোগ দিলেন প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল

চবি প্রতিনিধি।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অর্থনীতি বিভাগের প্রফেসর ড.মোহাম্মদ সাইফুল ইসলাম আজ (১ অক্টোবর ২০২৪) মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) হিসেবে যোগদান করেছেন। এ সময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান,উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড.মোঃ কামাল উদ্দিন,পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) প্রফেসর ড.মোঃ এনায়েত উল্যা পাটওয়ারী, সদ্য সাবেক রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কে.এম.নুর আহমদসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, রেজিস্ট্রার দপ্তরের বিভিন্ন শাখার উর্ধতন কর্মকর্তাবৃন্দ এবং কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

Post MIddle

সম্মানিত রেজিস্ট্রার দায়িত্বভার গ্রহণের পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড.মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতারের সাথে তাঁর অফিস কক্ষে সাক্ষাৎ করেন।

পরে তিনি রেজিস্ট্রার দপ্তরের উর্ধতন কর্মকর্তাদের সঙ্গে তাঁর অফিস কক্ষে মতবিনিময় সভায় মিলিত হন। তিনি বিশ্ববিদ্যালয়ের দাপ্তরিক কর্মকান্ড পরিচালনায় সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

পছন্দের আরো পোস্ট