চবির পরীক্ষার সব তথ্য জেনে নিন
চবি প্রতিনিধি।
প্রাণিবিদ্যা বিভাগ
চট্টগ্রাম বিশ^বিদ্যালয় প্রাণিবিদ্যা বিভাগের ৩য় বর্ষ বি.এস.সি সম্মান ২০২২ কোর্স নং ৩০৩ এর পরীক্ষা আগামী ০৭/১০/২০২৪ তারিখ অনুষ্ঠিত হবে। কোর্স নং ৩০১ ও ৩০২ এর স্থগিতকৃত পরীক্ষাটি পরে জানানো হবে এবং অন্যান্য পরীক্ষার তারিখসমূহ অপরিবর্তিত থাকবে। বিস্তারিত তথ্যাবলী সংশ্লিষ্ট বিভাগ থেকে জানা যাবে।
পদার্থবিদ্যা বিভাগ
চবি পদার্থবিদ্যা বিভাগের ৪র্থ বর্ষ বি.এস.সি. (সম্মান) ২০২২ শিক্ষাবর্ষের কোর্স নং ৪১০ এর মৌখিক পরীক্ষা আগামী ০৫.১০.২০২৪ থেকে ০৮.১০.২০২৪ তারিখ পর্যন্ত প্রতিদিন সকাল ৯.০০টা থেকে শুরু হবে। বিস্তারিত তথ্যাব্যলী সংশ্লিষ্ট বিভাগ থেকে জানা যাবে।
ব্যাংকিং এন্ড ইন্স্যুরেন্স বিভাগ
চবি ব্যাংকিং এন্ড ইন্স্যুরেন্স বিভাগের ২০২২ শিক্ষাবর্ষের ৪র্থ সেমিস্টার বিবিএ ফাইনাল কোর্স নং- বিসিসি ২১০ (নতুন) ও এফসিসি ২১০ (পুরাতন) পরীক্ষা আগামী ০৬.১০.২০২৪ তারিখে সকাল ১০.১৫ টা থেকে শুরু হবে। উক্ত বিভাগের ২০২২ শিক্ষাবর্ষের ২য় সেমিস্টার এমবিএ ফাইনাল কোর্স নং- ৫০৬ এর স্থগিতকৃত পরীক্ষাটি আগামী ০৭.১০.২০২৪ তারিখ সকাল ১০.৩০ টা থেকে শুরু হবে। বিস্তারিত তথ্যাব্যলী সংশ্লিষ্ট বিভাগ থেকে জানা যাবে।
ফার্মেসী বিভাগ
চবি ফার্মেসী বিভাগের ২য় ও ৩য় বর্ষ বি.ফার্ম কোর্সের অসমাপ্ত পরীক্ষাসমূহ কোর্স নং- ২০৭ ২য় বর্ষ বি.ফার্ম এর পরীক্ষা আগামী ০৭.১০.২০২৪ তারিখ, কোর্র্স নং-৩০২ ৩য় বর্ষ বি.ফার্ম এর পরীক্ষা আগামী ০৮.১০.২০২৪ তারিখ এবং কোর্স নং- ৩০৭ ৩য় বর্ষ বি.ফার্ম এর পরীক্ষা আগামী ১৭.১০.২০২৪ তারিখ অনুষ্ঠিত হবে। বিস্তারিত তথ্যাব্যলী সংশ্লিষ্ট বিভাগ থেকে জানা যাবে।
ফাইন্যান্স বিভাগ
চবি ফাইন্যান্স বিভাগের ২০২৩ সালের বিবিএ ৩য় সেমিস্টার এবং ২০২১ ও ২০২২ সালের অকৃতকার্য/মানোন্নয়ন কোর্স নং- ২০১ থেকে ২০৫ এর পরীক্ষা ১৭.১০.২০২৪ থেকে ০৭.১১.২০২৪ প্রতিদিন সকাল ১০:৩০টা থেকে শুরু হবে। উক্ত কোর্সসমূহের মৌখিক পরীক্ষা ১০.১১.২০২৪ ও ১১.১১.২০২৪ প্রতিদিন সকাল ৯:৩০টা থেকে শুরু হবে। উক্ত বিভাগের ২০২২ সালের বিবিএ ৮ম সেমিস্টার এবং ২০২০ ও ২০২১ সালের অকৃতকার্য/মানোন্নয়ন কোর্স নং- ৪০৬ থেকে ৪১০ এর পরীক্ষাসমূহ আগামী ১৭.১০.২০২৪ থেকে ০৭.১১.২০২৪ প্রতিদিন সকাল ১০:৩০টা থেকে শুরু হবে। উক্ত কোর্সসমূহের মৌখিক পরীক্ষা ১০.১১.২০২৪ ও ১১.১১.২০২৪ প্রতিদিন সকাল ৯:৩০টা থেকে শুরু হবে। বিস্তারিত তথ্যাব্যলী সংশ্লিষ্ট বিভাগ থেকে জানা যাবে।
শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট
চবি শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০২২ সালের ৩য় বর্ষ বিএড পরীক্ষার ফরম পূরণ ও ফিস জমাদানের সময় ২৯.০৯.২০২৪ থেকে শুরু হয়েছে। বিলম্ব ফিস ছাড়া আগামী ০৬.১০.২০২৪ পর্যন্ত এবং দৈনিক ০৭ টাকা হারে বিলম্ব ফি’সহ আগামী ০৮.১০.২০২৪ পর্যন্ত ফরম পূরণ ও ফিস জমাদান করা যাবে।