সেশনজট নিরসনে অটোপ্রমোশনের দাবি
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
ডিগ্রি শিক্ষার্থীদের অমানবিক হয়রানি, সেশনজট ও বৈষম্যনিরসনসহ অটোপ্রমোশনের এক দফা দাবিতে ‘লং মার্চ টু জাতীয় বিশ্ববিদ্যালয়’ অভিমুখে নতুন কর্মসূচি ঘোষণা করেছে ডিগ্রি বৈষম্যনিরসন ছাত্র আন্দোলন।
শনিবার (২৮ সেপ্টেম্বর) নতুন কর্মসূচির বিষয়ে ডিগ্রি বৈষম্য নিরসন ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় টিমের অন্যতম সমন্বয়ক শাহরিয়ার সুলতানা মিম এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, কর্মসূচির অংশ হিসেবে রোববার (২৯ সেপ্টেম্বর) সারা দেশে যেসব স্থানে আমাদের ডিগ্রি বৈষম্যনিরসন ছাত্র আন্দোলন হয়েছে, সেসব পয়েন্ট থেকে জাতীয় বিশ্ববিদ্যালয় অভিমুখে নতুন কর্মসূচি পালিত হবে।
রোববার ‘লং মার্চ টু জাতীয় বিশ্ববিদ্যালয়’ কর্মসূচি সফল করতে আমরা সকল ডিগ্রির সকল ফাইনাল শিক্ষার্থীরাসহ সকল ডিগ্রি শিক্ষার্থীদের উপর হওয়া অবহেলা, অবিচার ও জীবন নিয়ে ছিনিমিনি খেলার প্রতিবাদে শিক্ষার্থী জড়ো হয়ে শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচি পালন করবো। ডিগ্রি শিক্ষার্থীদের সেশনজট নিরসনসহ ন্যায্য অধিকার আদায়ে অটো প্রমোশনের ১দফা দাবিতে জড়ো হবে ডিগ্রি বৈষম্য নিরসন ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। এতে ডিগ্রি ১ম ও ২য় বর্ষের শিক্ষার্থীরাও অংশগ্রহণ করতে আগ্রহী রয়েছেন। আমরা সবাইকে নিয়েই ডিগ্রি বৈষম্য নিরসনে সমস্যা গুলোর সমাধানে কাজ করতে চাই।
কর্মসূচি অনুযায়ী কেন্দ্রীয়ভাবে সকাল ৯ টায় গাজীপুরের বোর্ড বাজারস্থ জাতীয় বিশ্ববিদ্যালয়ের সামনে জড়ো হবেন আন্দোলনরত শিক্ষার্থীরা।