শাবি ছাত্রলীগের সভাপতি খলিলুর গ্রেফতার

শাবি থেকে মিশকাতুল জান্নাত মেঘ।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবি) শাখা ছাত্রলীগের সভাপতি খলিলুর রহমানকে নাশকতার মামলায় গ্রেফতার করেছে র‍্যাব। গতকাল শনিবার মধ্যরাতে ময়মনসিংহের ভালুকা থানাধীন এলাকায় র‍্যাব-৯ ও র‍্যাব ১৪ এর যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেছে।

আজ রোববার র‍্যাব-৯ সিলেট থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়। শাবি ছাত্রলীগের সভাপতি খলিলুর রহমান নেত্রকোনার কেন্দুয়া থানার আব্দুল আওয়াল ছেলে।

Post MIddle

র‍্যাব-৯ জানান, র‍্যাব-৯ এবং র‍্যাব-১৪ এর যৌথ অভিযানে গতকাল শনিবার দুপুর ১টার দিকে ময়মনসিংহ জেলার ভালুকা থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে নাশকতা মামলায় তাকে গ্রেফতার করা হয়। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামীকে সিলেটের কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।

এদিকে গত বুধবার ২৫ সেপ্টেম্বর শাবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সজীবুর রহমান এই মামলায় গ্রেফতার হয়েছে। গ্রেফতার শেষে তাকে জেল হাজতে প্রেরণ করেছে আদালত।

পছন্দের আরো পোস্ট