শাবিপ্রবি শিক্ষার্থীদের মিথ্যা মামলা প্রত্যাহার চেয়ে সমাবেশ
শাবিপ্রবি থেকে মিশকাতুল জান্নাত মেঘ।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সাধারণ শিক্ষার্থীদের উপর মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহার চেয়ে প্রতিবাদ সমাবেশ করেছেন সাধারণ শিক্ষার্থীরা। মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে এই প্রতিবাদ সমাবেশ করেন।
মঙ্গলবার বিকেল সাড়ে তিনটার দিকে বিশ্ববিদ্যালয়ের গোল চত্বরে অবস্থান নেন শিক্ষার্থীরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময়ের ঘটনায় উল্লেখ করে গত ২২ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের উপর মিথ্যা মামলা দেওয়ার প্রতিবাদ জানান। একই সাথে এই মামলায় হয়রানিমূলক ভাবে শিক্ষার্থীদের জড়ানোর ফলে এই মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন। শিক্ষার্থীদের প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন, পরিসংখ্যান বিভাগের অন্তিম চৌধুরী, গনিত বিভাগের শিক্ষার্থী মো সাজ্জাদ হোসাইন, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পলিমার সাইন্স বিভাগের শিক্ষার্থী কিরণ হাওলাদার।
বক্তারা বলেন, ছাত্রলীগের সাথে জড়িত থেকে যারা অপকর্মের সাথে লিপ্ত ছিল তাদের বিচার আমরা অবশ্য চাই। কিন্তু যারা কোনো সময় অন্যের ক্ষতি করেনি তার বিরুদ্ধে মামলা আমরা সমর্থন করিনা। এই মামলায় যাদের নাম দেয়া হয়েছে তাদের অধিকাংশ শিক্ষার্থীরা আন্দোলনে সরাসরি অংশগ্রহণ করেছে। তাদের বিরুদ্ধে এমন মামলার আমরা তীব্র নিন্দা জানাই। সাধারণ শিক্ষার্থীদের দমিয়ে রাখতে এবং ভয় দেখাতে কারা এমন মামলা করছে তাদের সামনে আনার আহ্বান জানান শিক্ষার্থীরা।
পরে শিক্ষার্থীরা উপাচার্যের কাছে লিখিত ভাবে উক্ত মামলা প্রত্যাহার এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সরাসরি হস্তক্ষেপে এই মামলাটি তদন্তের মাধ্যমে নিরপরাধ শিক্ষার্থীদের নাম প্রত্যাহার এবং তাদের বিরুদ্ধে যেকোনো ধরনের হয়রানিমূলক পদক্ষেপ যেন না নেন তার দাবি জানান।