নিয়োগের দিনই যোগদান করলেন বাকৃবির উপাচার্য

বাকৃবি প্রতিনিধি।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ২৬তম উপাচার্য হিসাবে যোগদান করেছেন বিশ্ববিদ্যালয়ের পশু পালন অনুষদের পশুপ্রজনন ও কৌলিবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড.এ.কে. ফজলুল হক ভূঁইয়া ।বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বিকেল ৫টায় বাকৃবি উপাচার্যের সচিবালয়ে ওই যোগদান অনুষ্ঠিত হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন বাকৃবির জনসংযোগ ও প্রকাশনা দফতরের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ তৌফিকুল ইসলাম।অনুষ্ঠানের শুরুতেই বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের সকল শহীদদের আত্মার মাগফেরাত এবং চিকিৎসাধীনদের সুস্থতা কামনা করে দোয়া করা হয়।

Post MIddle

এসময় বাকৃবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কৃষিবিদ ড. মোঃ হেলাল উদ্দীনের পরিচালনায় আরও উপস্থিত ছিলেন বাকৃবির ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক, প্রক্টর অধ্যাপক ড. আবদুল আলীম, উচ্চ শিক্ষা ও গবেষণা কমিটির কো-অর্ডিনেটর অধ্যাপক ড. মো. শামছুল আলম, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হুমায়ুন কবির, বিভিন্ন অনুষদের ডিন, সিনিয়র শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী প্রতিনিধিবৃন্দ এবং কর্মকর্তা ও কর্মচারি প্রতিনিধিবৃন্দ।

উপাচার্য অধ্যাপক ড. এ. কে. ফজলুল হক ভূঁইয়া বলেন, সুষ্ঠুভাবে বিশ্ববিদ্যালয় পরিচালনায় সকল শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী এবং এলাকাবাসীর সহযোগিতা কামনা করছি। সকলের সহযোগিতায় একটি বৈষম্যহীন বাকৃবি পরিবার এবং শিক্ষা ও গবেষণায় বাকৃবিকে বিশ্বের অধিকতর মর্যাদাপূর্ণ শিক্ষাঙ্গণ হিসেবে প্রতিষ্ঠিত করার আশাবাদ ব্যক্ত করছি।

উল্লেখ্য, আজ বৃহস্পতিবার দুপুরেই বাকৃবির ২৬তম উপাচার্য হিসেবে রাষ্ট্রপতির অনুমোদনক্রমে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক উপাচার্য নিযুক্ত হন অধ্যাপক ড. এ. কে. ফজলুল হক ভূঁইয়া।

পছন্দের আরো পোস্ট