নোবিপ্রবি ফার্মেসি বিভাগে পিএইচডি কর্মসূচি চালু

নোবিপ্রবি প্রতিনিধি।

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ফার্মেসি বিভাগে আনুষ্ঠানিকভাবে পিএইচডি কর্মসূচি চালু হয়েছে। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর ২০২৪) নোবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল তার কার্যালয়ে এর উদ্বোধন করেন।

এসময় পিইচডি তত্ত্বাবধায়ক হিসেবে ফার্মেসি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম ও একই বিভাগের  অধ্যাপক ড. মোহাম্মদ সেলিম হোসেন উপস্থিত ছিলেন।

Post MIddle

আজ ফার্মেসি বিভাগে তিনজন শিক্ষার্থী অন্তর্ভূক্তির মাধ্যমে এ কার্যক্রমের সূচনা ঘটলো। তারা হলেন নোবিপ্রবির ফার্মেসি বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ ছারোয়ার উদ্দিন ও একই বিভাগের সহকারী অধ্যাপক মাহ্মুদা ফেরদৌস এবং মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি  বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) শিক্ষার্থী মো: মাহবুব মোর্শেদ।

পরে তারা নোবিপ্রবির মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল এর সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন।

পছন্দের আরো পোস্ট