খুবির একাডেমিক ক্যালেন্ডার পুনর্নির্ধারণ

খুবি প্রতিনিধি।

খুলনা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিন প্রফেসর ড. কামরুল হাসান তালুকদার এর সভাপতিত্বে গত ০৮ সেপ্টেম্বর (রবিবার) সকল স্কুলের ডিনবৃন্দের সমন্বয়ে অনুষ্ঠিত সভায় ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের (২৩ ব্যাচের) ২য় বর্ষ টার্ম-১, ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের ২য়, ৩য়, ৪র্থ ও ৫ম বর্ষের ২য় টার্ম এবং ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের মাস্টার্স ২য় টার্মের একাডেমিক ক্যালেন্ডার পুনর্নির্ধারণ করা হয়েছে।

আজ ১০ সেপ্টেম্বর (মঙ্গলবার) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

Post MIddle

পুনর্নির্ধারিত একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী, ১৮ আগস্ট থেকে শুরু হওয়া কোর্স রেজিস্ট্রেশন কার্যক্রম চলমান থাকবে, ক্লাস গ্রহণ ২৫ আগস্ট থেকে ২৮ নভেম্বর পর্যন্ত, পরীক্ষা সংক্রান্ত প্রস্তুতিমূলক ছুটি (পিএল) ২৯ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত, পরীক্ষা গ্রহণ ১১ ডিসেম্বর থেকে ০২ জানুয়ারি ২০২৫ খ্রি. পর্যন্ত।

এছাড়া পূজার ছুটি ০৯ অক্টোবর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত বহাল রাখা হয়।

পছন্দের আরো পোস্ট