নোবিপ্রবি উপাচার্যের শ্রেণী পাঠদান পরিদর্শন
নোবিপ্রবি প্রতিবেদক।
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল আজ (৮ সেপ্টেম্বর ২০২৪) রবিবার বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শ্রেণী পাঠদান কাযক্রম পরিদর্শন করেন এবং বিভিন্ন বিভাগের ডিন, চেয়ারম্যান, দপ্তর ও শাখা প্রধানদের নিয়ে পৃথক সভা করেন।
এদিন সকালে নোবিপ্রবি উপাচার্য বিভিন্ন অনুষদ ও বিভাগসমূহ ঘুরে দেখেন এবং শিক্ষকদের শ্রেণী পাঠদান অবলোকন করেন। একই সঙ্গে তিনি পুনরায় শ্রেণীকক্ষে ফেরা শিক্ষার্থীদের অনুভূতি জানতে চান। তখন শিক্ষার্থীগণ তাদের বাঁধভাঙ্গা উচ্ছ্বাস প্রকাশ করেন। এরপর তিনি বিভাগসমূহে অবস্থিত গবেষণাগার পরিদর্শন করেন। পরে বিকেলে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিষয়ে আলোচনা ও সিদ্ধান্তের জন্য বিভিন্ন বিভাগের ডিন, চেয়ারম্যান, দপ্তর প্রধানবৃন্দ, রেজিস্ট্রার দপ্তরের শাখা প্রধানবৃন্দ, ইনস্টিটিউট, বিভাগ ও হলসমূহে কর্মরত শিক্ষক-কর্মকর্তাদের নিয়ে পৃথক সভায় মিলিত হন।
সভায় বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগের অধ্যাপক ও চেয়ারম্যান ড. মোহাম্মদ শফিকুল ইসলাম, গণিত বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ, ফিশারিজ এন্ড মেরিন সায়েন্স বিভাগের অধ্যাপক ড. মোঃ জাহাঙ্গীর সরকার, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক মোহাম্মদ নিজাম উদ্দিন, প্রক্টর এএফএম আরিফুর রহমান, রেজিস্ট্রার (চলতি দায়িত্ব) তামজিদ হোছাইন চৌধুরীসহ বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, ইনস্টিটিউটের পরিচালকবৃন্দ, বিভাগের চেয়ারম্যানবৃন্দ, হলের প্রভোস্টবৃন্দ, বিভিন্ন দপ্তর ও শাখা প্রধানবৃন্দ উপস্থিত ছিলেন।