পবিপ্রবিতে শিক্ষাদান ও শিক্ষা উপকরন সহায়তা প্রদান

পবিপ্রবি প্রতিনিধি।

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সুবিধা বঞ্চিত ছাত্রছাত্রীদের জন্য শিক্ষাদান ও শিক্ষা উপকরন সহায়তা প্রদান করা হয়েছে। আজ (২৯ আগস্ট ) বৃহস্পতিবার সকাল ১১টায় কৃষি অনুষদ সংলগ্ন কনফারেন্স রুমে বিশ্ববিদ্যালয়ের সেচ্ছাসেবী সংগঠন “ঘাসফুল” এর আয়োজনে এবং এলজি ইলেকট্রনিক্স এর আর্থিক অনুদানে এ সহায়তা প্রদান করা হয়।

এলজি এ্যাম্বাসেডর প্রফেসর ড. মোহাম্মদ আতিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন জনাব মোঃ জুলফিকার আলী, জেনারেল ম্যানেজার, এলজি ইলেকট্রনিক্স, বাংলাদেশ।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, প্রফেসর ড. এস. এম হেমায়েত জাহান ও প্রফেসর ড. মোঃ আসাদুজ্জামান অধক্ষ্য, সৃজনী বিদ্যানিকেতন ।

Post MIddle

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন মোঃ রেহানউদ্দিন রানা, সিনিয়র এক্সিকিউটিভ, এলজি ইলেকট্রনিক্স ও ফারিহা তাসনিম, সভাপতি, ঘাসফুল প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন নাফিয়া নাওয়ার, শিক্ষক, ঘাসফুল।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, ছাত্র বিষয়ক উপদেষ্টা, বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী ও ঘাসফুল সংগঠনের সদস্য ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে সৃজনী বিদ্যানিকেতনে বিভিন্ন সুবিধা সম্বলিত এলজি আধুনিক ক্লাস রুম উদ্বোধন করা হয়।

উল্লেখ্য, ২০১১ সাল থেকে স্বেচ্ছাসেবী সংগঠন ঘাসফুল সুবিধা বঞ্চিত শিশু কিশোরদের শিক্ষাদান করে আসছে।

পছন্দের আরো পোস্ট