বশেমুরবিপ্রবিতে ই-গভর্ন্যান্স ও উদ্ভাবন কর্মপরিকল্পনা বিষয়ে প্রশিক্ষণ

বশেমুরবিপ্রবি প্রতিনিধি।

স্মার্ট বাংলাদেশ বির্নিমাণের অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদের দক্ষতা বৃদ্ধির লক্ষে গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) ই-গভর্ন্যান্স ও উদ্ভাবন কর্মপরিকল্পনা বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা-৩ অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার সকাল ১০টা থেকে ১২টা ও দুপুর ২টা থেকে ৪টা পর্যন্ত পৃথক দুটি সেশনে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের ৫০১ নং কক্ষে এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসুরেন্স সেল (আইকিউএসি)।

Post MIddle

কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ. কিউ. এম. মাহবুব। বিশেষ অতিথি ছিলেন প্রো-ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. সৈয়দ সামসুল আলম ও ট্রেজারার বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ড. মো. মোবারক হোসেন।

অনুষ্ঠানে কোর্স পরিচালনা করেন আইকিউএসি’র পরিচালক মোহাম্মদ আশিকুজ্জামান ভূঁইয়া ও ইনোভেশন কমিটির আহ্বায়ক ড. সালেহ আহমেদ। প্রশিক্ষণ কর্মশালায় রিসোর্স পার্সন ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. নরোত্তম কুমার রায়।#

পছন্দের আরো পোস্ট