ইউআইটিএসে ইইই বিভাগের ৩৭তম ব্যাচের বিদায়ী সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক।

ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ ও ইইই ক্লাব-এর উদ্যোগে গত (১৯ মে, রবিবার) বিশ্ববিদ্যালয়ে নিজস্ব ক্যাম্পাসের পিএইচপি স্কয়ারে ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ৩৭তম ব্যাচের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

ইইই বিভাগের বিভাগীয় প্রধান আবেদুল হাদী -এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির আসন গ্রহণ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আবু হাসান ভূঁইয়া।

Post MIddle

উপাচার্য প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন,তোমরা ইউআইটিএস-এর দূত হিসেবে কাজ করবে। তোমাদের মাধ্যমে ইউআইটিএস-এর সুনাম সারা দেশ ও বিশ্বে ছড়িয়ে যাবে। তিনি,শিক্ষার্থীদের ইউআইটিএস-এর সুনাম অক্ষুণ্য রাখার আহবান জানান। তিনি ইইই বিভাগের সকলকে ধন্যবাদ সেইসাথে বিদায়ী শিক্ষার্থীদের শুভকামনা জানান।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ইউআইটিএস-এর কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সিরাজ উদ্দীন আহমেদ, বোর্ড অব ট্রাস্টিজ-এর উপদেষ্টা, অধ্যাপক ড. কে এম সাইফুল ইসলাম খান, সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন, অধ্যাপক ড. মোঃ আশরাফুল ইসলাম, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোঃ ইয়াসিন আলী ও ইইই বিভাগের বিভাগীয় প্রধান আবেদুল হাদী।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইইই বিভাগের শিক্ষার্থী আবুজর গিফারী আহাদ ও স্পন্সর করেন ইয়ামবস ইনক.। এ সময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ইইই বিভাগের সকল শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। উক্ত অনুষ্ঠানে কেক কেটে বিদায়ী শিক্ষার্থীদের বিদায় জানানো হয়। পরে ইইই বিভাগের শিক্ষার্থীরা এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন।

পছন্দের আরো পোস্ট