কুয়েটে এনভায়রনমেন্ট ম্যানেজমেন্ট বিষয়ক কর্মশালা

কুয়েট প্রতিনিধি।

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এর এনার্জি সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের আয়োজনে দিনব্যাপী ‘‘( Occupational Safety Health & Environment Management    )” / “অকুপেশনাল সেফটি হেলথ এন্ড এনভায়রনমেন্ট ম্যানেজমেন্ট” বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ (১৮ মে ) শনিবার সকাল ৯ টায় বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারে অনুষ্ঠিত কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার এবং বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন ইনস্টিটিউট অফ এনভারমেন্ট এন্ড পাওয়ার টেকনোলজির পরিচালক প্রফেসর ড. এ. এন. এম. মিজানুর রহমান,কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোহাম্মদ আরিফুল ইসলাম।

Post MIddle

কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে ছিলেন আইইবি’র অকুপেশনাল সেফটি বোর্ড এর চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ আরিফুল ইসলাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনার্জি সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোহাম্মদ হাসান আলী। কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের ইএসই বিভাগের শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করেন।

পছন্দের আরো পোস্ট