হাবিপ্রবিতে আধুনিক প্রযুক্তিতে মাছ চাষ প্রশিক্ষণ কর্মশালা

হাবিপ্রবি প্রতিনিধি।

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ইনস্টিটিউট অব রিসার্চ এন্ড ট্রেনিং (আইআরটি) এর আয়োজনে মৎস্য খামারীদের জন্য “আধুনিক প্রযুক্তিতে মাছ চাষ” বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ (১২ মে) রবিবার সকাল সাড়ে ৯ টায় আইআরটি’র কনফারেন্স কক্ষে উক্ত প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাবিপ্রবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফিসারিজ অনুষদের ডীন প্রফেসর ড. এ. এস. এম. কিবরিয়া, সভাপতিত্ব করেন আইআরটি এর পরিচালক প্রফেসর ড. এস. এম. হারুন-উর-রশীদ, সঞ্চালনা করেন আইআরটির সহযোগী পরিচালক প্রফেসর ড. মোঃ সুলতান মাহমুদ।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান বলেন, আধুনিক পদ্ধতি ব্যবহার করে আপনারা কিভাবে মাছের উৎপাদন বৃদ্ধি করতে পারেন সে বিষয়ে আজকের প্রশিক্ষণে বিস্তারিত আলোচনা করা হবে। এই এলাকার মানুষের প্রতি বিশ্ববিদ্যালয়ের কিছু দায়বদ্ধতা রয়েছে। সে দায়বদ্ধতা থেকেই আজকের এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা। যদিও আপনারা মাছ চাষে যথেষ্ট জ্ঞানসম্পন্ন, তারপরও আশা করি আজকের এই প্রশিক্ষণ কর্মশালা থেকে নতুন অনেক কিছু জানতে পারবেন।

Post MIddle

তিনি আরো বলেন, মাছ চাষে উত্তরবঙ্গের বিশাল সম্ভাবনা রয়েছে। এই সম্ভাবনাকে কাজে লাগাতে হবে। এই প্রশিক্ষণের মাধ্যমে আপনাদের ও আমাদের মাঝে সেতুবন্ধন তৈরি হবে। আপনাদের যে কোনো সমস্যায় হাবিপ্রবিকে পাশে পাবেন।

উক্ত কর্মশালা আয়োজনের জন্য তিনি আইআরটি এবং কর্মশালায় অংশগ্রহণের জন্য খামারীদের ধন্যবাদ জানান।

উল্লেখ্য, কর্মশালায় ৪০ জন মৎস্য খামারীকে প্রশিক্ষণ প্রদান করা হয়।

পছন্দের আরো পোস্ট