ভাষা আন্দোলনের মহান শহিদদের প্রতি বিডিইউ পরিবারের শ্রদ্ধা

বিডিইউ প্রতিনিধি।

মহান শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ১৯৫২ সালের ভাষা আন্দোলনের মহান শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, বাংলাদেশ এর উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাহফুজুল ইসলাম,উপ উপাচার্য অধ্যাপক ড. মো. মাহবুবুল আলম জোয়ার্দার, ট্রেজারার অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন।

Post MIddle

বুধবার (২১ ফেব্রুয়ারি,২০২৪) সকালে কেন্দ্রীয় শহিদ মিনারের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা প্রযুক্তি বিভাগের চেয়ারম্যান মো. আশরাফুজ্জামান, আইওটি এন্ড রোবটিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের চেরারম্যান সামছুদ্দীন আহমেদ, অর্থ ও হিসাব বিভাগের পরিচালক মো. শাহ আলমসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে সকাল ১০ টায় গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় অবস্থিত শহিদ বেদীতে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেক পুষ্পস্তবক অর্পণ করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষারর্থীবৃন্দ।

পছন্দের আরো পোস্ট