শেকৃবিতে মাইক্রোপলুট্যান্টস এনালাইসিসের ঝুঁকি নিয়ে সেমিনার

শেকৃবি প্রতিনিধি।

শেরেবাংলা কৃষি বিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কনফারেন্স রুমে গতকাল সোমবার ইক্রোপলুট্যান্টস এনালাইসিস এবং এর ঝুঁকি শীর্ষক  (Micropollutants: Screening and Risk Assessment) সেমিনার অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের কৃষি রসায়ন বিভাগের আয়োজনে এ সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শহীদুর রশীদ ভূঁইয়া।

কৃষি রসায়ন বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ আরিফুল ইসলাম এর সভাপতিত্বে বিষয়ের উপর মূল বক্তব্য তুলে ধরেন সুইডেনের উমেয়া ইউনিভার্সিটির রসায়ন বিভাগের প্রফেসর ড. ইয়ার্কার ব্রাগলেন্ড ফিক। কৃষি রসায়ন বিভাগের প্রফেসর ড. মো: তাজুল ইসলাম চৌধুরী’র সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাউরেস এর পরিচালক প্রফেসর ড. মো: আসাদুজ্জামান খান ও চ্যানেল টুয়েন্টি ফোর এর নির্বাহী পরিচালক তালাত মামুন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের কৃষি রসায়ন বিভাগের প্রফেসর ড. নুরজাহান বেগম।

Post MIddle

বক্তারা তাদের বক্তব্যে পরিবেশ দূষণে মাইক্রোপলুট্যান্টস এর ভুমিকা অলোচনা করে বাংলাদেশে এর বিভিন্ন ক্ষতিকর দিক সমূহ তুলে ধরেন এবং এক্ষেত্রে সঠিক গবেষণার পরামর্শ দেন।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুইডেন এ্যম্বাসীর প্রোগ্রাম অফিসার মোস্তাফিজুর রহমানসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক, কর্মকর্তা ও ছাত্র-ছাত্রীবৃন্দ।

পছন্দের আরো পোস্ট