সেন্ট্রাল ল কলেজে আইন শিক্ষার্থীদের নতুন কমিটি

নিজস্ব প্রতিবেদক।

সারাদেশের আইন শিক্ষার্থীদের সর্ববৃহৎ ঐতিহ্যবাহী সংগঠন ‘বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ’ এর সেন্ট্রাল ল’ কলেজ শাখার আওতাধীন ২০২৩-২৪ শিক্ষাবর্ষের সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে বাংলাদেশ ছাত্রলীগের সাবেক শিক্ষা ও পাঠচক্র বিষয়ক উপ-সম্পাদক মো. নাজমুল হাসান সভাপতি ও ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক মো. জাহিদুল ইসলাম বাপ্পী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

শনিবার (১৭ ফেব্রুয়ারি) রাতে সেন্ট্রাল ল’ কলেজ ক্যাম্পাসে বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের সেন্ট্রাল ল’ কলেজ শাখার সভাপতি কে. এম. ইমতিয়াজ মামুন ও সাধারণ সম্পাদক খন্দকার রেজাউল হাসান (পারভেজ) স্বাক্ষরিত ১৭ সদস্য বিশিষ্ট ওই আংশিক কমিটির অনুমোদন দেয়া হয়।

Post MIddle

সেন্ট্রাল ল’ কলেজ ২০২৩-২৪ শিক্ষাবর্ষের আংশিক কমিটির অন্য সদস্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি শাহনাজ আক্তার, সহ-সভাপতি মো. রাকিবুল ইসলাম,  মো. রায়হানুর রহমান, এস. এম তরিকুল ইসলাম; সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন সোহেল, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. সোহাগ হোসাইন, ফারজানা আক্তার;  সাংগঠনিক সম্পাদক মো. আশিকুল ইসলাম কলিন্স, আনিকা আনজুম, জুলিয়া ইয়াসমিন মিতা, জান্নাতুল ফেরদৌস মুন; দপ্তর সম্পাদক মো. মেহেদী হাসান, উপ-দপ্তর সম্পাদক মো. আব্দুল ওয়াহেদ; প্রচার সম্পাদক এস.এম নুসরাত জাহান; আইন সম্পাদক মো. জাহিদুল ইসলাম মনোনীত হয়েছেন।

সেন্ট্রাল ল’ কলেজ শাখার আওতাধীন ২০২৩-২৪ শিক্ষাবর্ষের নব-নির্বাচিত সভাপতি মো. নাজমুল হাসান জানান, ‘বঙ্গবন্ধুকন্যা মমতাময়ী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা আপার হাতকে আরও শক্তিশালী করতে পঁচাত্তর-পরবর্তী দুঃসময়ের প্রতিরোধ যোদ্ধা, বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের প্রতিষ্ঠাতা, আইনজীবী সমাজের আস্থার ঠিকানা, সিনিয়র আইনজীবী জননেতা এডভোকেট মো. লায়েকুজ্জামান মোল্লার নির্দেশনায় বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে জাতির পিতার আদর্শকে বুকে ধারণ করে সকল ভেদাভেদ ভুলে বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বর্তমান সভাপতি  মো. সেলিমুর রহমান (সেলিম) ভাই ও সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান মোল্লা মশিউর ভাই এবং সেন্ট্রাল ল’ কলেজ শাখার সভাপতি কে. এম. ইমতিয়াজ মামুন ভাই ও সাধারণ সম্পাদক খন্দকার রেজাউল হাসান (পারভেজ) ভাইয়ের নেতৃত্বে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।’ নব-নির্বাচিত সাধারণ সম্পাদক মো. জাহিদুল ইসলাম বাপ্পী বলেন,  ‘ডিজিটাল বাংলাদেশের রুপকার, স্মার্ট বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা মানবতার নেত্রী, জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা আপার স্বপ্নের সোনার বাংলা বিনির্মানে বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের সেন্ট্রাল ল’ কলেজের বর্তমান সভাপতি কে. এম. ইমতিয়াজ মামুন ভাই ও সাধারণ সম্পাদক খন্দকার রেজাউল হাসান (পারভেজ) ভাইয়ের নেতৃত্বে অগ্রণী ভূমিকা পালন করতে আমরা কাজ করবো।’

এদিকে, বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের সেন্ট্রাল ল’ কলেজ শাখার আওতাধীন ২০২৩-২৪ শিক্ষাবর্ষের নতুন কমিটিতে সাধারণ ছাত্র-ছাত্রীদের আস্থার প্রতীক মো. নাজমুল হাসান-কে সভাপতি ও মো. জাহিদুল ইসলাম বাপ্পী-কে সাধারণ সম্পাদক নির্বাচিত করায় আইন শিক্ষার্থীদের মাঝে আনন্দ-উল্লাস শুরু হয়। সবার মাঝে উচ্ছ্বাস দেখা দেয়।

পছন্দের আরো পোস্ট