বাংলাদেশিদের ফেলোশিপ দিচ্ছে অক্সফাম

আন্তর্জাতিক সংস্থা অক্সফাম ইন বাংলাদেশ ইয়ুথ ফেলোশিপ প্রোগ্রামের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ৬ মাস মেয়াদি এ ফেলোশিপের জন্য আবেদন করতে পারবেন স্নাতকোত্তরে পড়ুয়া বাংলাদেশি শিক্ষার্থীরা। আবেদনের শেষ তারিখ ১৪ জানুয়ারি ২০২৪।

ফিশারিজ, আন্তর্জাতিক সম্পর্ক, ভূগোল, দুর্যোগ ব্যবস্থাপনা, সমুদ্রবিদ্যা, আইন, সমাজবিজ্ঞান, নৃবিজ্ঞান বা অন্য কোনো প্রাসঙ্গিক বিষয়ে অধ্যয়ণরত শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।

Post MIddle

আবেদন করতে লাগবে-
আবেদনকারীর জীবনবৃত্তান্ত
একটি মোটিভেশনাল লেটার লিখতে হবে। সর্বোচ্চ ১৫০০ শব্দের মধ্যে একটি প্রস্তাব লিখতে হবে।

সুযোগ-সুবিধা-
ফেলোরা প্রকল্প বাস্তবায়নের জন্য গবেষণার সব খরচসহ ১ লাখ ৫০ হাজার টাকা পাবেন। এ ছাড়া নির্বাচিত গবেষণা নিবন্ধগুলো আঞ্চলিক ও বৈশ্বিক প্ল্যাটফর্মে প্রচার করবে সংস্থাটি।

আবেদনের বিস্তারিত তথ্য পাওয়া যাবে এই লিংকে

পছন্দের আরো পোস্ট