ঢাবি’র মুহসীন হলের সুবর্ণ জয়ন্তী

ঢাবি প্রতিনিধি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী হাজী মুহম্মদ মুহসীন হল-এর সুবর্ণজয়ন্তী ও হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠান গতকাল (১০ মার্চ ২০২৩) শুক্রবার হল মাঠে অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বেলুন ও পায়রা উড়িয়ে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির উদ্বোধন করেন। অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

হাজী মুহম্মদ মুহসীন হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূইয়া’র সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান, ঢাকা বিশ^বিদ্যালয়ের প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ, হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. মাসুদুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সভাপতি অধ্যাপক ড. খন্দকার বজলুল হক, জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু এমপি, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস, বিশিষ্ট শিল্পপতি ও সাবেক ছাত্রনেতা নুরুল ফজল বুলবুল, দি ডেইলি স্টার-এর সম্পাদক মাহফুজ আনাম এবং হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ইস্তাক আহম্মেদ শিমুল।

Post MIddle

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, এমপি বলেন, একটি অরাজনৈতিক সংগঠন হিসেবে হাজী মুহম্মদ মুহসীন হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্যদের বিভিন্ন কার্যক্রম পরিচালনা করতে হবে। তিনি এই অ্যালামনাই অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠার সঙ্গে জড়িতদের আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানিয়ে বলেন, হল ও বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে অ্যালামনাইদের গুরুত্বপূর্ণ অবদান রাখতে হবে।

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান উদ্বোধনী বক্তব্যে অ্যাসোসিয়েশনের সদস্যদের শুভেচ্ছা জানিয়ে বলেন, হলের নবীন ও প্রবীন শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক ও সেতুবন্ধন তৈরিতে এই সংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কল্যাণ তহবিল গঠনের মাধ্যমে শিক্ষার্থীদের বৃত্তিসহ আর্থিক সুরক্ষা প্রদান এবং বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক উন্নয়নে এগিয়ে আসার জন্য উপাচার্য অ্যালামনাইদের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানের ২য় পর্বে হলের শিক্ষার্থীদের বৃত্তি প্রদান এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

পছন্দের আরো পোস্ট