দীপ্তির সাথে বিএসএইচআরএম এর সমঝোতা চুক্তি

নিজস্ব প্রতিবেদক।

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল প্রফেশনাল ট্রেনিং ইনস্টিটিউট (দীপ্তি) ও বাংলাদেশ সোসাইটি ফর হিউম্যান রিসোর্সেস ম্যানেজমেন্ট (বিএসএইচআরএম) এর মধ্যে সক্ষমতা উন্নয়ন ও প্রশিক্ষণ কর্মসূচি বিষয়ক এক সমঝোতা চুক্তি গত (২৮ ফেব্রুয়ারি) ড্যাফোডিল ফ্যামিলি এর কনফারেন্স রুমে স্বাক্ষরিত হয়।
বিএসএইচআরএম এর পক্ষে প্রেসিডেন্ট মোহাম্মদ মাশেকুর রহমান খান, পিএইচএফ ও দীপ্তি এর পক্ষে নির্বাহী পরিচালক রথীন্দ্রনাথ দাস উক্ত সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেন।

Post MIddle

অনুষ্ঠানে ড্যাফোডিল ফ্যামিলি’র প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুরুজ্জামান ও বিএসএইচআরএম এর জয়েন্ট সেক্রেটারি মোহাম্মদ মুত্তাকিন হাসান সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সমঝোতা চুক্তির ফলে প্রতিষ্ঠান দুটি যৌথভাবে প্রাতিষ্ঠানিক সক্ষমতা উন্নয়ন ও প্রশিক্ষণ কর্মসূচি, বিশেষ করে যুব সমাজের দক্ষতা উন্নয়নে বিশেষায়িত প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে আর্থ-সামাজিক উন্নয়নে দক্ষ জনশক্তিতে রুপান্তরে ব্যাপক ভূমিকা রাখবে।

পছন্দের আরো পোস্ট