চবি শাহজালাল হলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

চবি প্রতিনিধি।

গতকাল (৫ জানুয়ারি ২০২৩) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠে বিশ্ববিদ্যালয়ের শাহজালাল হলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে। চবি শাহজালাল হলের প্রভোস্ট প্রফেসর ড. মোহাম্মদ জামাল উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) আনিসুল আলম।

উপাচার্য তাঁর ভাষণে চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের শাহজালাল হলের ক্রীড়াবিদসহ উপস্থিত সকলকে স্বাগত ও আন্তরিক শুভেচ্ছা জানান।

তিনি বলেন, খেলাধুলা ও ক্রীড়াচর্চা শিক্ষার অন্যতম একটি অনুষঙ্গ। ক্রীড়াচর্চার মাধ্যমে শিক্ষার্থীদের শরীর ও মন যেমন ভালো থাকে তেমনি পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় হয়। নিয়মিত ক্রীড়া ও খেলাধুলা অনুশীলনের মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের ক্রীড়া নৈপুণ্য প্রদর্শনের মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে এ বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি উজ্জ্বল করবে এটাই প্রত্যাশিত। তিনি শাহজালাল হলের ক্রীড়া প্রতিযোগিতার সার্বিক সাফল্য কামনা করেন।

Post MIddle

জাতীয় সংগীতের মাধ্যমে সূচিত উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য জাতীয় পতাকা, উপ-উপাচার্য বিশ্ববিদ্যালয় পতাকা, শাহজালাল হলের প্রভোস্ট হল পতাকা ও শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক অলিম্পিক পতাকা উত্তোলন করেন।

মশাল হাতে মাঠ প্রদক্ষিণ করেন হলের কৃতি ক্রীড়াবিদ রাসেল মজুমদার। বিচারকদের পক্ষে প্রধান বিচারক চবি ম্যানেজমেন্ট বিভাগের প্রফেসর আবু মুহাম্মদ আতিকুর রহমানকে এবং ক্রীড়াবিদদের পক্ষে কৃতি ক্রীড়াবিদ মোহাম্মদ বিল্লাল হোসেনকে উপাচার্য শপথ বাক্য পাঠ করান। শাহ জালাল হলের আবাসিক শিক্ষক মোঃ কাউছার হামিদের নেতৃত্বে অনুষ্ঠিত হয় ক্রীড়াবিদদের মার্চপাস্ট।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন চবি শাহজালাল হল মসজিদের ইমাম মাওলানা নূরুল আজম। উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন ডেপুটি রেজিস্ট্রার (তথ্য) জনাব দিবাকর বড়ুয়া।

উদ্বোধনী অনুষ্ঠানে চবি সিনেট ও সিন্ডিকেট সদস্যবৃন্দ, বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, চবি শিক্ষক সমিতির নেতৃবৃন্দ, দায়িত্বপ্রাপ্ত রেজিস্ট্রার, হলের প্রভোস্টবৃন্দ, সহকারী প্রক্টরবৃন্দ, চবি শাহজালাল হলের আবাসিক শিক্ষকবৃন্দ, বিভাগীয় সভাপতি, ইনস্টিটিউট ও গবেষণা কেন্দ্রের পরিচালকবৃন্দ, শিক্ষকবৃন্দ, অফিস প্রধানবৃন্দ, অফিসার সমিতি, কর্মচারী সমিতি ও কর্মচারী ইউনিয়নের নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক ক্রীড়ামোদী শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

পছন্দের আরো পোস্ট