কুয়েট ছাত্রীদের জন্য নবনির্মিত সেমি-পাকা ভবনের শুভ উদ্বোধন

কুয়েট প্রতিনিধি।

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এর ছাত্রীদের জন্য নবনির্মিত সেমি-পাকা ভবনের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

আজ (৪ জানুয়ারি) বুধবার বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবনির্মিত সেমি-পাকা ভবনের শুভ উদ্বোধন করেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর ও পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) প্রফেসর ড. সোবহান মিয়া ও প্রধান প্রকৌশলী এ বি এম মামুনুর রশিদ।

Post MIddle

উদ্বোধন শেষে দোয়া পরিচালনা করেন ইইই বিভাগের প্রফেসর ড. মোঃ রফিকুল ইসলাম। এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডীন, ইনস্টিটিউট পরিচালক, রেজিস্ট্রার, বিভাগীয় প্রধান, হল প্রভোস্ট, পরিচালক, বিভিন্ন দপ্তর প্রধান, শাখা প্রধানসহ অন্যান্য শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও রোকেয়া হলের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জনসংযোগ ও তথ্য শাখার সহকারী পরিচালক মনোজ কুমার মজুমদার। উল্লেখ্য, ২০২১-২০২২ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া ছাত্রীদের আবাসন সংকট কমানোর জন্য এই ভবনটি দ্রুততম সময়ের মধ্যে নির্মিত হয়েছে।

পছন্দের আরো পোস্ট